Electoral bond: নির্বাচনী বন্ড নিয়ে আরও বিশদে জানাল কমিশন, রাজনৈতিক দলগুলির অনুদান নিয়ে দেওয়া গোপন তথ্য এবার প্রকাশ্যে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
রবিবার (১৭ মার্চ), সুপ্রিম কোর্টের নির্দেশে, নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে নির্বাচনী বন্ড সম্পর্কে SBI থেকে প্রাপ্ত নতুন তথ্য আপলোড করেছে। এর আগে ১৪ মার্চ নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তাতে কোন কোন সংস্থা নির্বাচনী বন্ড কেনে এবং তাদের মাধ্যমে দলগুলি মোট কত রাজনৈতিক অনুদান পেয়েছে সেই তথ্য প্রকাশ্যে আনে কমিশন।
বিজেডি পেয়েছে ৯৪৪.৫ কোটি টাকা এবং YSR কংগ্রেস (YSRCP) পেয়েছে ৪৪২.৮ কোটি টাকা। এর বাইরে TDP ১৮১.৩৫ কোটি টাকার নির্বাচনী বন্ড নগদ করেছে। তৃণমূল কংগ্রেস (TMC) নির্বাচনী বন্ডের মাধ্যমে ১৩৯৭ কোটি টাকা পেয়েছে। BRS পেয়েছে ১৩২২ কোটি টাকা। র অখিলেশ যাদবের এসপি নির্বাচনী বন্ডের মাধ্যমে ১৪.০৫কোটি টাকা পেয়েছেন। আকালি দল পেয়েছে ৭.২৬ কোটি টাকা এবং AIADMK পেয়েছে ৬.০৫ কোটি টাকা। যেখানে ন্যাশনাল কনফারেন্স পেয়েছে ৫০ লক্ষ টাকা।