• ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি ঘোষণা
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবে কংগ্রেস। আজ দিল্লিতে ২৪ আকবর রোডে দলের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি জানান, মঙ্গলবার দলের ইস্তাহার কমিটির বৈঠক হবে এবং তারপরেই ইস্তাহার প্রকাশ করা হবে। ৫টি ন্যায় এবং ২৫ গ্যারান্টির ওপর জোর দেওয়া হবে ইস্তাহারে।গতকাল মুম্বয়েই ভারত জোড়ো যাত্রার সমাপ্তি হয়েছে সংবিধান পাঠের মধ্য দিয়ে। জয়রাম রমেশ জানান, সংবিধানের প্রস্তাবনার প্রথম লাইনেই সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক ন্যায়ের কথা বলা হয়েছে। সেই কারণেই আম্বেদকর স্মারকে সমাপ্তি হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রার। ১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হয় এই যাত্রা। জয়রামের কথায়, "আমাদের সাংবিধানিক সংস্থার ওপর আক্রমণ হচ্ছে সেগুলিকে দুর্বল করা হচ্ছে। তার প্রতিবাদে গতকাল রাহুল গান্ধী সহ ৭০ জন সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন।" তিনি জানান, মোট ভারত জোড়ো ন্যায় যাত্রা হয়েছে ৬,৩০০ কিলোমিটার এলাকায়। তিনি বলেন, "ভারত জোডো় যাত্রা হয়েছে ১৪০ দিন। কন্যাকুমারি থেকে শুরু হয়েছিল যাত্রা। শ্রীনগর পর্যন্ত এই যাত্রা হয়েছে। মোট ৭৫ জেলার ওপর দিয়ে গিয়েছিল ভারত জোড়ো ন্যায় যাত্রা। অন্যদিকে, এবারের ন্যায় যাত্রা হয়েছে ১০৬ জেলায়। দুই যাত্রায় রাহুল গান্ধী ১৮১ জেলায় পদযাত্রা, বাসযাত্রা করেছেন এবং জনতার সংস্পর্শে এসেছেন।"
  • Link to this news (আজকাল)