• কেসিআর কন্যা কে কবিতাকে ২৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ আদালতের...
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় ধৃত কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে ২৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত। কেসি আর কন্যার দাবি, তাঁর বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ মিথ্যা। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই গ্রেপ্তারিও বেআইনি বলে দাবি করেছেন তিনি। উল্লেখ্য, শুক্রবার আবগারি দুর্নীতি মামলায় কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘক্ষণ জেরার পর শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করে ওইদিনই তাঁকে নিয়ে আসা হয় দিল্লিতে। এর আগেও দুবার আবগারি মামলায় ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন কবিতা। ঠিক লোকসভা ভোটের আগেই ফের একবার বিজেপি বিরোধী শিবিরের নেত্রীকে গ্রেপ্তার হতে হল। এই গ্রেপ্তারি বিআরএস শিবিরের জন্য বড় ধাক্কা এমনটাই মত রাজনৈতিক মহলের। এদিন দুপুরে কবিতার বাড়িতে তিনটি গাড়িতে করে আসেন ইডি আধিকারিকরা। বেশ কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলে এবং তারপরেই গ্রেপ্তার করা হয় কেসিআর কন্যাকে।
  • Link to this news (আজকাল)