• ভূপেশ বাঘেলের বিরুদ্ধে এফআইআর
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ইডি, সেই রিপোর্টের ভিত্তিতে মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সে রাজ্যের অর্থনৈতিক অপরাধ শাখা। সূত্রের খবর তেমনটাই। এই কেলেঙ্কারি নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি দাবি করেছে মহাদেব বেটিং অ্যাপ মামলায় দুর্নীতি হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকার। তাদের অভিযোগ, এই দুর্নীতি মামলায় সে রাজ্যের বহু উচ্চপদস্থ আমলা এবং রাজনীতিবিদ জড়িয়ে। ওই দুর্নীতি মামলায় এবার এফআইআর দায়ের হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে। সূত্রের খবর রবি উৎপল, শুভম সোনি, সৌরভ চন্দ্রকারের সঙ্গেই বাঘেল সহ বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। রবিবার জানা গিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে ৪ মার্চ।
  • Link to this news (আজকাল)