• ইন্ডিয়া জোটের সমস্ত দায়ভার রাহুল গান্ধীর: নাকভি
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটের সমস্ত দায়ভার নিতে হবে রাহুল গান্ধীকেই, জানালেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি। তিনি সাবধান করে দেন নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হারের পর বেশ কয়েকটি বিরোধী দল বড় সমস্যায় পড়বে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, সিএএ নিয়ে গোটা দেশে কেউ বিরোধী করেনি। কিন্তু বিরোধীরা এই বিষয়টি নিয়ে দেশে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। ইন্ডিয়া জোট নিয়ে এদিন নাকভি আরও বলেন, সঠিক নেতৃত্ব এবং নীতির অভাব রয়েছে। ইন্ডিয়া জোটের সকলেই প্রধানমন্ত্রী হতে চাইছেন। সাধারণ মানুষ কংগ্রেস পরিচালিত রিমোর্ট কন্ট্রোল সরকার চায় না। বিজেপিকে ভোটে চ্যালেঞ্জ করার কোনও ক্ষমতাই নেই ইন্ডিয়া জোটে। তিনি বলেন, দেশের উন্নতিতে যে কাজ করবে তাঁকেই বেছে নেবে ভারতের নাগরিক। 
  • Link to this news (আজকাল)