• আলমগীরের ৫ দিনের সিবিআই হেফাজত
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আলমগীর সহ ৩ জনের ৫ দিনের সিবিআই হেফাজত। রবিবার এই নির্দেশ দিয়েছে আদালত। তাদের ১৪ দিনের হেফাজতের জন্য আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে আদালত ৫ দিনের হেফাজতে নির্দেশ দিয়েছে। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় শনিবার গ্রেপ্তার হয় শেখ শাহজাহানের ভাই শেখ আলমগির। শনিবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেপ্তার করে সিবিআই। আলমগিরের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় মাফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লা নামের আরও দুজনকে। তাঁরাও সন্দেশখালির বাসিন্দা। আলমগিরের সঙ্গে গতকাল ওই দুজনকেও গ্রেপ্তার করেছে সিবিআই। ইডির উপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৭।উল্লেখ্য, ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তের জন্য শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। টানা ৫৫ দিন নিখোঁজ থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই।
  • Link to this news (আজকাল)