• আনারকলি রহস্য দুই মলাটে
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:আনারকলি, বহু শতাব্দী প্রাচীন এক নাম, তবু কী প্রচন্ড পরিচিত। এই সময়ে দাঁড়িয়েও তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। তাঁকে জড়িয়ে থাকা ঔজ্জ্বল্য আর রহস্য নিয়ে শেষ নেই কৌতূহলের। ভালোবেসে বিষাদময় পরিণতিতে ট্র্যাজিক চরিত্র হয়ে রয়ে গিয়েছেন যাঁরা, আনারকলি তাঁদের অন্যতম। সেলিম থেকে আকবর, সাম্রাজ্য প্রতিপত্তির মাঝে উজ্জ্বল হয়ে থাকা চরিত্র আনারকলি।  আনারকলি সম্পর্কে টুকরো টুকরো যেসব কথা মানুষ জেনেছে, বা জানেনি আগে, সুমন্ত বাত্রার "আনারকলি"তে গাঁথা রয়েছে সেসব কিছু। যেখানে রয়েছে এক নারীর জীবন, যাঁর চারপাশে আবর্তিত হয়েছে প্রেম, বিষাদ, সাম্রাজ্য , ক্ষমতা। আইনজীবী, লেখক সুমন্ত উদ্যোগ নিয়েছিলেন এই তথ্যকে এক মলাটের ভেতর রাখার। দীর্ঘ গবেষণার পর প্রকাশিত হয়েছে সেই বই। বহু প্রশংসিত "আনারকলি" র পাতা উল্টে পাঠক ধীরে ধীরে কৌতূহল আর রহস্যের অবসান ঘটাতে পারবেন বলেই মনে করছেন লেখক নিজে। শনিবার, শহরের এক পাঁচতারা হোটেলে আনারকলি নিয়ে কথোপকথনে হাজির ছিলেন লেখক-প্রকাশক। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা।
  • Link to this news (আজকাল)