• Kolkata New Market : ফিনল্যান্ডের মার্কেট পাড়ার লুকে সাজবে নিউ মার্কেট
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • দেবাশিস দাসফিনল্যান্ডের মার্কেট পাড়ার লুকে সাজানো হবে কলকাতার নিউ মার্কেটকে। এমনই পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার বাজার বিভাগের। নিউ মার্কেটের বর্তমান স্কাইলাইনের সঙ্গে ফিনল্যান্ডের মার্কেট পাড়ার লুক এবং কাঠামোগত অনেক মিল রয়েছে। সম্প্রতি সপরিবারে ফিনল্যান্ড সফরে গিয়ে এই সাদৃশ্য দেখে এসেছেন বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি।

    নিউ মার্কেট সংলগ্ন হাডকো বিল্ডিংয়ের সংস্কারের মধ্য দিয়ে এই কাজে হাত দিতে চলেছে কলকাতা পুরসভা। বছর পঁয়ত্রিশ আগে গড়ে ওঠা এই হাডকো বিল্ডিংও কলকাতার নিউ মার্কেট পাড়ার একটি গুরুত্বপূর্ণ ভবন। এরপাশেই রয়েছে নিউ মার্কেটের বিখ্যাত মুরগি পট্টি। তাছাড়াও এই হাডকো বিল্ডিংয়ে রয়েছে পুর আদালত-সহ পুরসভার একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ। হাডকো বিল্ডিংয়ের সংস্কারে পুরসভার বাজার বিভাগের খরচ হবে ছ’কোটি টাকা।

    আমিরুদ্দিন ববি জানান, তিনি সপরিবারে মাস কয়েক আগে ফিনল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন। তাঁর কথায়, ‘ফিনল্যান্ডের মার্কেট পাড়াটা অনেকটাই আমাদের নিউ মার্কেটের মতো। এক ছাদের তলায় এ টু জেড পাওয়া যায়। ওখানকার ফিশ মার্কেটে মাছ ওজন করার পর কেটে দিচ্ছে। তারপরে ধুয়ে পরিষ্কার করে, কেউ রোস্ট বা ভাজা খেতে চাইলে তা-ও পাওয়া যচ্ছে। আপনি বাড়িতে এনেও খেতে পারেন আবার মার্কেটে বসেও মাছ ভাজা খেতে পারেন। ফিনল্যান্ডের মার্কেট পাড়ার লুকেই নিউ মার্কেটকে সাজানোর ইচ্ছে রয়েছে আমাদের।’

    নিউ মার্কেট এলাকায় চ্যাপলিন স্কোয়ারের পাশে পুরসভার একটি নতুন অফিস হচ্ছে। সূত্রের খবর, কলকাতা পুরসভার সদর কার্যালয় থেকে অনেক বিভাগ এই নতুন বিল্ডিংয়ে সরে আসবে। নিউ মার্কেটের মাছ বাজারের পিছনেও অনেকটা ফাঁকা জায়াগা রয়েছে বলে বাজার বিভাগ সূত্রে জানা গিয়েছে। ওই সব জায়গার সংস্কার করে মাছ বাজারকে আরও উন্নত করে তোলা হবে। ফিনল্যান্ডের মার্কেট পাড়ার মতো কলকাতার অফিস পাড়ার ব্যস্ত মার্কেট নিউ মার্কেট চত্বরেও এক ছাদের নীচে সমস্ত সামগ্রী যাতে মেলে, সেই ব্যবস্থা করবে পুরসভা।

    নিউ মার্কেট এলাকাটি কলকাতার অন্যতম হেরিটেজ এলাকা। কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন-সহ তার আশপাশে থাকা একাধিক বাড়ি হেরিটেজ ভবনের মর্যাদা প্রাপ্ত। এরমধ্যে হগ মার্কেটের মতো হেরিটেজ বিল্ডিংও রয়েছে। আমিরুদ্দিন ববির বক্তব্য, ‘হেরিটেজ সংক্রান্ত সমস্ত আইন মেনেই নিউ মার্কেট চত্বরের এই সংস্কার হবে। হাডকো বিল্ডিংয়ের সংস্কারের মধ্য দিয়ে তার সূচনা হচ্ছে।’
  • Link to this news (এই সময়)