• নামাজ পড়ার সময় পড়ুয়াদের ওপর হামলা, গ্রেপ্তার ২
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালেই সংবাদ শিরোনামে আসে গুজরাটের নাম । জানা যায় হস্টেলে নামাজ পড়ার সময় হামলা চলেছে বিদেশী পড়ুয়াদের ওপর। ঘটনায় তীব্র আলোচনা শুরু হয় দেশজুড়ে। সমাজ মাধ্যমে হামলার বেশকিছু ছবিও ছড়িয়ে পড়ে। তবে ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই, রবিবার সন্ধেতে জানা গেল, এই ঘটনার জন্য গ্রেপ্তার হয়েছে ২জন। সে রাজ্যের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেদাবাদ সিটি ক্রাইম ব্রাঞ্চ গুজরাট ইউনিভার্সিটি পুলিশ স্টেশন এলাকায় শনিবারের ঘটনায় জড়িয়ে থাকা দুজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে নমাজ পড়ার সময় গুজরাটের এক হস্টেলে ঢুকে ভাঙচুরের অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলার জেরে ৫ বিদেশি পড়ুয়া আহত হন। এই পড়ুয়ারা আফগানিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান এবং আফ্রিকার দেশ থেকে গুজরাটে পড়তে এসেছিলেন। রাতের বেলা নমাজ পড়ার জন্য হস্টেলের ভিতরেই জড়ো হয়েছিলে তাঁরা। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত হয় একদল দুষ্কৃতী। তাদের হাতে নানা ধরণের অস্ত্র ছিল। এরপর হস্টেলের ঘরে ঢুকে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষীরা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হামলার ঘটনার আধঘন্টা পরে সেখানে পৌঁছয় পুলিশ। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি।
  • Link to this news (আজকাল)