• ভোটের সময় সাধারণের সঙ্গে সরাসরি সংযোগ, নতুন পোর্টাল রাজভবনের...
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পঞ্চায়েত ভোটের পিস রুমের পর লোকসভা ভোটকে সামনে রেখে নয়া উদ্যোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। লোকসভা নির্বাচনের সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন রাজ্যপাল। তার জন্যই চালু হচ্ছে নতুন পোর্টাল লোগ সভা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস উদ্বোধন করেন লোগ সভা পোর্টালের। তার ঠিকানাও দেওয়া হয়েছে। log sabha.rajbhavan Kolkata@gmail.com। এই ঠিকানায় সাধারণ মানুষ ভোট সংক্রান্ত যে কোনও বিষয় বলতে পারবেন। তাতে থাকতে পারে তাঁদের অভিযোগ, থাকতে পারে পরামর্শও। জানানো হয়েছে, ওই পোর্টালে জমা পড়া অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি করা হবে। এই পোর্টাল দেখভাল করবেন রাজ্যপালের ওএসডি সন্দীপ রাজপুত। এর আগে পঞ্চায়েত ভোটের সময়েও সাধারণের সঙ্গে যোগাযোগের জন্য পৃথক পন্থা অবলম্বন করেছিলেন রাজ্যপাল। সাধারণের কথা শোনার জন্য পিস রুম খোলে রাজভবন। রাজ্যপাল লোকসভা ভোট প্রসঙ্গে জানিয়েছেন, এ রাজ্যের মানুষ স্বচ্ছ এবং শান্তিপূর্ন নির্বাচনের দাবিদার।
  • Link to this news (আজকাল)