ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ?খলিস্তানি? মন্তব্যের জের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপের আর্জি শিখ সংগঠনের। লোকসভা নির্বাচনী (West Bengal Lok Sabha Election 2024) প্রচারে শুভেন্দু কোনওভাবে যাতে অংশ নিতে না পারেন, সেই আর্জি জানানো হয়েছে। রবিবার নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এই অনুরোধ জানায় ?গুরুদ্বার বড়া শিখ সংগত?।
অশান্তি চলাকালীন উত্তপ্ত সন্দেশখালি পরিদর্শনে যায় বিজেপি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধামাখালির কাছে বিজেপি প্রতিনিধিদলকে আটকায় পুলিশ। সেই দলে ছিলেন ইনটেলিজেন্স ব্রাঞ্চের স্পেশাল সুপার, আইপিএস অফিসার যশপ্রীত সিং। শিখ সম্প্রদায়ের ওই আইপিএসের মাথায় স্বভাবতই পাগড়ি ছিল। অভিযোগ, তা দেখেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি ‘ওটা খলিস্তানি’ বলে কটাক্ষ করেন। তাতে রেগে যান ওই পুলিশ অফিসার।
পালটা প্রশ্ন করেন, “আমার মাথায় পাগড়ি দেখে খলিস্তানি বলছেন? এ কেমন কথা?” উভয়ের তর্কবিতর্কে ধামাখালির কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনার জেরে শুভেন্দু অধিকারীকে নাকি সতর্কও করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র বিতর্কের ঝড় ওঠে। এই ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই ঘটনার কথা উল্লেখ করেই শিখ সংগঠনের দাবি, শিখ আইপিএস অফিসারকে ?খলিস্তানি? বলায় তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তাই শুভেন্দু অধিকারীকে কোনওভাবে ভোটপ্রচার করতে দেওয়া উচিত নয়। নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তাঁদের আর্জি বিবেচনা করার দাবি জানানো হয়েছে। ?খলিস্তানি? ইস্যুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সঙ্গে দেখা করার সময় চেয়েও চিঠি দিয়েছে শিখ সংগঠন।