• Garden Reach Building Collapse : 'নির্মীয়মান বিল্ডিং বেআইনি', বাম আমলকে দুষে মন্তব্য মেয়রের, পালটা জবাব সিপিএম-এর
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • গার্ডেনরিচে ভেঙে পড়েছে নির্মীয়মান বিল্ডিং। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিল্ডিংয়ি বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে এই বেআইনি নির্মাণ নিয়ে পূর্বতন বাম সরকারকেই নিশানা করেছেন তিনি। যদিও পালটা তৃণমূল সরকারের সমালোচনায় বামেরা।ফিরহাদ হাকিম অভিযোগ করেন, 'এই সব জায়গায় বাম আমল থেকে বেআইনি নির্মাণ চলছে, কারণ সেই সময়ে প্রশাসনের কাছ থেকে নির্মাণের অনুমতি পাওয়া যেত না। অনুমতি পেতে অনেক হেনস্থা হতে হত। বিএলআরও অফিসে গিয়েও পায়ের জুতো ক্ষয়ে যেত, তাই প্রোমোটারেরা বেআইনি নির্মাণের পথেই হাঁটতেন। আমরা আসার পর এই কাজ অনেক সহজ করে দিয়েছি। তাও কেন কিছু লোক বেআইনি নির্মাণ করছেন, জানি না।'

    ফিরহাদের এই মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিয়েছে বামেরাও। সিপিএম নেতা রবীন দেব বলেন, 'এই সব কথার কোনও মানে নেই। ১৩ বছর হয়ে গিয়েছে ওরা সরকারে আছে। মেয়র হয়েছেন, ওই এলাকার বিধায়ক, মন্ত্রী, তিনি যদি খবর না রাখেন তো কী হবে? বামফ্রন্টের আমলে যদি কোনও ভুল হয়ে থাকে, ফাঁক থেকে থাকে, তাহলে সেটা এতদিন ধরে ঠিক করলেন না কেন? মুখ্যমন্ত্রী বড় গলায় বলেন ফটাফট কাজ করছেন, তাহলে বামফ্রন্টের আমলে যদি কন ভুল থেকে থাকে, সেটা ১৩ বছরে সংশোধন করার সুযোগ পাননি কেন? তার জন্য কে দায়ী?'

    এই ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে। এই বিষয় মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবার পিছু ৫ লাখ টাকা এবং আহতদের পরিবার পিছু ১ লাখ টাকা দেওয়া হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অসুস্থ হওয়ার পর এই প্রথম বাড়ি থেকে বের হলেন তিনি। এদিন মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে যান তিনি। গাড়িতে করে এলাকায় গিয়ে, তারপর হেঁটেই ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকার্য খতিয়ে দেখেন তিনি।

    ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা মর্মাহত, দু'জন মারা গিয়েছেন, যার মধ্যে আমি খবর পেলাম একজনের পা আটকে রয়েছে। উদ্ধারকাজ যত তাড়াতাড়ি হবে তত ভালো, বেআইনি কাজ করলে পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে জানিয়েছি।' এরপর আহতদের দেখতে স্থানীয় নার্সিংহোমেও যান মুখ্যমন্ত্রী।
  • Link to this news (এই সময়)