• Illegal construction Kolkata: ২০১৬-এর পোস্তা সেতু বিপর্যয়ের কথা মনে করাল গার্ডেনরিচ, বেআইনি নির্মাণ বন্ধের কি হবে?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
  • গিরীশপার্কে পোস্তা ব্রিজ ভেঙেছিল ২০১৬ সালের ৩১ মার্চ। গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ল ১৭ মার্চ শেষ হওয়ার মুহূর্তে। সেই সময় ছিল রাজ্যে বিধানসভার নির্বাচন। এবার সামনে লোকসভা নির্বাচন। গার্ডেনরিচের ঘটনায় ইতিমধ্যে ২ জন মারা গিয়েছেন। বেশ কয়েকজন মারাত্মক জখম। এখনও সেখানে আটকে রয়েছে ৭ জন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন ৩ ফুটের রাস্তায় কি করে জি প্লাস ৫ ভবন তৈরি হচ্ছিল? দমকল মন্ত্রী সুজিত বসু নিজে বলছেন, ‘অপরিসর জায়গা। উদ্ধারের কাজে অসুবিধা হচ্ছে।’ কলকাতা পুরসভা কর্তৃপক্ষের কারও নজরে পড়েনি এই বেআইনি নির্মাণ? আধিকারিকদের ওপর দায় চাপিয়েই কি মেয়রের দায়িত্ব শেষ? পাশাপাশি বাম আমলে গার্ডেনরিচে এই ভাবে বেআইনি বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছে। এই কথা বলে মন্ত্রী তথা মেয়র কতটা দায়িত্ব এড়াতে পারেন তা নিয়েই বড় প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।

    রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের মুখে এই বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনা নিয়ে বিরোধীরা ইস্যু তৈরি করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি শাসকদলও নেমে পড়েছে ড্যামেজ কন্ট্রোল করতে। কিন্তু এই দুর্ঘটনা কি কোনও শিক্ষা দেবে? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সরকারি বা মৌখিক অনুমতির পিছনে কারা আছেন? তা কি আদৌ প্রকাশ পাবে? ভোট আসে সরকার হয়, সাধারণ মানুষের কথা কে মনে রাখে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)