গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেড়ে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। আহত প্রায় ১৫। এখনও চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে ধ্বংস্তুপের ভিতর এখনও আটকে রয়েছেন ৬ জন। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রয়েছেন পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তারা। ঘটনাস্থল পরিদর্শন করছেন তিনি। কথা বলছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। ঘটনাস্থলে দাঁড়িয়ে বেআইনি নির্মানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ‘বহুতল নির্মাণের আগে আশেপাশের মানুষ জনের কথা ভাবা উচিৎ ছিল’। একই সঙ্গে তিনি কার্যত মেনেও নিয়েছেন “বেআইনি নির্মাণের জেরেই ঘটে গিয়েছে এত বড় দুর্ঘটনা”। এরপরই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী।
গার্ডেনরিচের ঘটনায় ইতিমধ্যে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্সে লেখেন, ‘‘গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে পাঁচতলা বাড়ি ভেঙে পড়েছে। এই এলাকাটি কলকাতার মেয়র এবং রাজ্যের মাননীয় পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের ‘দুর্গ’ বলে পরিচিত। আমি পুলিশ, রাজ্যের মুখ্যসচিবকে বলব অবিলম্বে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধারকাজে নিয়োগ করতে। এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। আমার কাছে অনেক ফোন আসছে।’’