• Building Collapse In Kolkata Live : গার্ডেনরিচের বিল্ডিং বিপর্যয়ে মৃত বেড়ে ৪, গ্রেফতার বহুতলের প্রোমোটার
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • যেমনটা আশঙ্কা ছিল, হলও ঠিক তেমনটাই। বাড়তে শুরু করেছে গার্ডেনরিচে মৃত্যুর সংখ্যা। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। যদিও অসমর্থিত সূত্রে খবর, ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এর গে সকালেই ২ জনের মৃত্যু খবর পাওয়া যায়। এদিকে গার্ডেনরিচের দুর্ঘটনায় আহত যে ১২ জন স্থানীয় নার্সিংহোমে ভর্তি রয়েছেন, তাঁদের দেখতে এসএসকেএম হাসপাতাল থেকে পাঠানো হয়েছে চিকিৎকদের একটি দল। ইমারজেন্সি মেডিসিন, নিউরো সার্জারি, অর্থোপেডিক ও সার্জারি মিলিয়ে মোট ৯ জন চিকিৎসক রয়েছেন ওই দলে। এসএসকেএম সূত্রে খবর, ওই নার্সিংহোম থেকে ২ জনকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হচ্ছে। ঘটনার সমস্ত আপডেট জেনে নিন ->নির্মীয়মান বহুতলের প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

    >ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর মহম্মদ ইমরান নামে একট যুবককেও কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ। তাঁকে পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা।

    >নার্সিংহোম থেকে ২ জনকে নিয়ে আসা হয়েছে ট্রমা কেয়ার সেন্টারে।

    >উদ্ধারকাজ যথেষ্টই সময়সাপেক্ষ, এমনটাই জানাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। কংক্রিটের ধ্বংসস্তূপের ছোট ছোট করে কেটে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধারকাজ।

    >খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। 'পরিস্থিতি ভয়াবহ' বলে মন্তব্য করলেন বিজেপি নেতা।

    >গার্ডেনরিচের ঘটনাস্থলে জারি উদ্ধারকার্য। এখনও ধ্বংসস্তূপের নীচে ৪ থেকে ৫ জন আটকে রয়েছেন বলে খবর। এলাকায় কেউ নিখোঁজ রয়েছেন কি না, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ৪-৫ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

    এই ঘটনার খবর পাওয়ার পর সোমবার সকালে ওই এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরে অসুস্থ মুখ্যমন্ত্রী। অসুস্থ হওয়ার পর এদিনই প্রথম বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করে পৌঁছন এলাকায়। তারপর হেঁটেই এলাকায় ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'প্রোমোটাররা নিশ্চয় ভাববেন, আশেপাশে যে গরীব মানুষগুলো আছে, তাদের যেন ক্ষতি না হয়, বাড়ি যাতে মজবুত হয়, সেদিকে নজর রাখা উচিত।'

    এদিকে ইতমধ্যেই ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার কথাও ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবার পিছু ৫ লাখ টাকা এবং আহতদের পরিবার পিছু ১ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে যে নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়েছে, সেটি 'অবৈধ' বলেও জানিয়েছেন মেয়র।
  • Link to this news (এই সময়)