• Shantanu Thakur : CAA বিতর্কের মাঝেই মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে টানাপোড়েন, আদালতে শান্তনু
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • CAA নিয়ে বিতর্কের মাঝেই এবার মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে টানাপোড়েন। আদালতের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বনগাঁ কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়ার পর থেকেই দ্বিধাবিভক্ত হয়েছে সংঘ পরিবার। এবার মহা সংঘের দায়িত্ব নিয়েও পারস্পরিক বিরোধিতা গড়াল আদালত পর্যন্ত।

    মতুয়া সম্প্রদায়ের মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে সেই নিয়ে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। রাজ্যের তৃণমূল এর রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিক্তিতে মতুয়া সম্প্রদায়ের ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ সঙ্গে সঙ্গে সিল করে দেয়। আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় মামলার করার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে দ্বারস্থ হন। আগামী বুধবার মামলার শুনানির সম্ভবনা।

    Citizenship Amendment Act : নজরে CAA বিতর্ক, দ্বিধা, প্রশ্ন... নাগরিকদের কী জানা উচিত?

    মতুয়া মহাসংঘের সংঘাধিপতি নিয়ে বিবাদ রয়েছে দীর্ঘদিনের। কিছুদিন আগেই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নামে একটি বেসরকারি ব্যাঙ্কে বিপুল টাকা জমা করার অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানে ১ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জমা করা হয়েছে বলে দাবি করা হয়।

    মমতা বালা অভিযোগ করেন, শান্তনু ঠাকুর নিজেকে সংঘাধিপতি হিসেবে দাবি করলেও সংগঠনের রিটার্ন ফাইল করেন কি? একই রেজিস্ট্রেশন নম্বরে ভিত্তিতে দুটি সংগঠন চালানো হয় বলেও অভিযোগ তোলেন তিনি। বিষয়টি নিয়ে ইডি তদন্তের আবেদনও জানান তিনি।

    উল্লেখ্য, ইতিমধ্যে গোটা দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ করা হয়েছে গোটা দেশে। এই আইনকে সমর্থন জানিয়ে প্রচার শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অন্যদিকে, এই আইনের বিরোধিতা করা হয়েছে মতুয়া ঠাকুরবাড়ির আরেক সদস্য মমতা বালা ঠাকুরের তরফে। নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া না হলে তিনি আন্দোলনে নামবেন বলেও জানিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, রাজনীতিগত দিক থেকে দীর্ঘদিন ধরেই দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে মতুয়া ঠাকুরবাড়ি এবং মতুয়া মহা সংঘ। মতুয়া মহা সংঘের দায়িত্ব এবার কার হাতে থাকবে, সেই নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন শান্তনু ঠাকুর। এর আগে মতুয়া বাড়ির পুন্য স্নান নিয়েও মতানৈক্য দেখা দিয়েছিল দুই তরফে।
  • Link to this news (এই সময়)