• BJP West Bengal : বাকি লিস্ট কবে? সুকান্তদের ধন্দ কাটাতে বৈঠক দিল্লিতে
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • মণিপুষ্পক সেনগুপ্ত, এই সময়লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। তবুও রাজ্যের ২৩টি আসনে এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। তার মধ্যে প্রথম দুই দফার ছ’টি আসনের মধ্যে দার্জিলিং, রায়গঞ্জ এবং জলপাইগুড়িতে বিজেপি কর্মীরা দেওয়ালে পদ্মফুলের ছবি এঁকেই বসে আছেন। প্রার্থীর নাম লেখার সুযোগ এখনও তাঁদের হচ্ছে না। উল্টোদিকে ওই আসনগুলিতে তৃণমূল জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। সূত্রের খবর, বহু আসনেই কাকে টিকিট দেওয়া হবে, তা নিয়ে বিজেপির অন্দরে মতপার্থক্য আছে। সে কারণেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজ, সোমবার বিজেপির জাতীয় নির্বাচন কমিটির বৈঠক বসছে সেখানে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে বঙ্গের বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে চূড়ান্ত করে ফেলা হবে বাংলায় বাকি ২৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিজেপির জাতীয় নির্বাচন কমিটির বৈঠকে হাজির থাকবেন। বাংলা থেকে সুকান্ত-শুভেন্দু ছাড়াও দলের দুই সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ বৈঠকে যোগ দিতে রবিবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন। সুকান্ত অবশ্য আজ সকালে দিল্লি যাবেন বলে তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে।

    প্রার্থী তালিকা ঘোষণা করা নিয়ে বিজেপির এই টালবাহানকে হাতিয়ার করেছে জোড়াফুল। যে কেন্দ্রগুলিতে এখনও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি, সেখানে তৃণমূল মাইক বেঁধে প্রচার করছে, জেতা তো অনেক পরের কথা, আসলে বিজেপি প্রার্থীই খুঁজে পাচ্ছে না। যা কার্যত মুখ বুজে হজম করতে হচ্ছে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের। রায়গঞ্জের স্থানীয় এক বিজেপি নেতার কথায়, ‘প্রচারের নিরিখে তৃণমূল অনেকটা এগিয়ে আছে। আমরা তো দলের প্রার্থীর নামও জানি না। দেবশ্রী চৌধুরীকে ফের টিকিট দেওয়া হবে কি না, সেটাও বুঝতে পারছি না। রাজ্য নেতাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা বলছেন, অপেক্ষা করুন। ঠিক সময়ে প্রার্থীর নাম জানতে পারবেন।’

    রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবিবার এই ইস্যুতে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, ‘বিজেপি তো বলেছিল, ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা ঘোষণা হবে। কিন্তু এখনও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না। কখনও শুনছি, সোমবার বাংলায় বিজেপির বাদবাকি প্রার্থীদের নাম জানা যাবে, কখনও শুনছি, মঙ্গল অথবা বুধবার। কিন্তু তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।’ যদিও সুকান্তর সাফাই, ‘জাতীয় নির্বাচন কমিটির বৈঠকে আমাদের দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত হয়। ওই বৈঠক নানা কারণে হচ্ছিল না। তালিকা ঘোষণা আটকে ছিল। বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। আমাদের পার্টিতে নিয়মনীতি মেনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সোমবার জাতীয় নির্বাচন কমিটির বৈঠক আছে। আমরা যাচ্ছি। সোমবারই বাংলার বাকি ২৩টি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যাবে। তারপর যে কোনও দিন দলীয় প্রার্থীদের নাম ঘোষণা হবে।’
  • Link to this news (এই সময়)