• First Time Voter Registration : এবারের লোকসভায় প্রথম ভোট? EVM-এ বোতাম টেপার আগে জেনে নিন এই জরুরি তথ্যগুলি
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • ২০২৪ সালের ১৮তম লোকসভা নির্বাচনে ভোটদান করবেন ১ কোটি ৮০ লাখ নয়া ভোটার। তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।প্রথমবার ভোটদানের আগে জেনে নিন খুঁটিনাটি তথ্য২০২৪ সালের ১ জানুয়ারি যাদের প্রত্যেকের বয়স ১৮ বছর সম্পূর্ণ হয়েছে তাঁরা ২০২৪ সালে লোকসভায় ভোটদানের জন্য যোগ্য। ভোটার তালিকায় নাম থাকলেই মিলবে ভোট দেওয়ার সুযোগ।প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে নয়া ভোটারদের। ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টালে গিয়ে ফর্ম ৬ ফিল আপ করতে হবে। এ ছাড়াও নিকটবর্তী ভোটার রেজিস্ট্রেশন অফিস থেকে অফলাইনেও এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।নিজস্ব লোকসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম রয়েছে কি না, চেক করে নিতে হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই রয়েছে ভোটার তালিকা।কোন পোলিং বুথে ভোটদান করতে যেতে হবে তাও জানা যাবে কমিশনের ওয়েবসাইট থেকেই।ভোটের দিন বুথে গিয়ে ফার্স্ট পোলিং অফিসারকে নির্দিষ্ট নথি দেখাতে হবে। এরপর সেকেন্ড পোলিং অফিসারের কাছে গেলে হাতে ভোটের কালি লাগিয়ে দেওয়া হবে।এরপর সই অথবা আঙুলের ছাপ দিতে হবে ভোটের রেজিস্ট্রেশন খাতায়।চারপাশ ঘেরা অংশে রাখা EVM-এ গিয়ে পছন্দমতো রাজনৈতিক দলের প্রার্থীর নামের পাশে থাকা বোতাম প্রেস করতে হবে। লাল আলো জ্বললে বোঝা যাবে সঠিক দলের প্রার্থীর খাতে আপনার ভোটটি পড়ল কি না। সঙ্গে শোনা যাবে একটি শব্দও। ভিভিপ্যাডে একটি স্লিপ বেরিয়ে আসতেও দেখা যাবে।নির্বাচন প্রক্রিয়ার কোনও বিষয় নিয়ে আপত্তি বা অসন্তোষ থাকলে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানানো যাবে।Voter Card:লোকসভা কড়া নাড়ছে, অনলাইনে কীভাবে করবেন ভোটার কার্ডের আবেদন

    এ ছাড়াও যে সকল নাগরিক আগামী ১ এপ্রিল ১৮ বছর সম্পন্ন করবে তাদেরও ভোটার লিস্টে নাম তোলার সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, 'আমরা চাই একজন নাগরিকও যাতে তাঁর নিজস্ব ভোটদানের অধীকার থেকে বঞ্চিত না হন। সে কারণে এই সুযোগ করা হয়েছে। ভোটার লিস্টে নাম উঠলেই ভোটদান করতে পারবেন এই নয়া ভোটাররা।'

    উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল থেকে সাত দফায় নির্বাচন শুরু হচ্ছে দেশে। প্রথম দফা ১৯ এপ্রিল, দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, তৃতীয় দফা ৭ মে, ১৩ মে চতুর্থ দফা, ২০ মে পঞ্চম দফা, ২৫ মে ষষ্ঠ দফা এবং ১ জুন সপ্তম দফায় ভোট। আগামী ৪ জুন দেশে ভোটগণনা।
  • Link to this news (এই সময়)