• Lok Sabha Election 2024: মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ, কমিশনে তৃণমূল
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।কীসের ভিত্তিতে অভিযোগ?

    সম্প্রতি অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে এক নির্বাচনী সমাবেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তৃণমূলের অভিযোগ, ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারে চড়ে সমাবেশে গিয়েছিলেন মোদী। এতেই লঙ্ঘিত হয়েছে নির্বাচনী আচরণবিধি। তা নিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে এই অভিযোগ জানিয়েছেন দলের রাজ্য়সভার সাংসদ সাকেত গোখেল। এনিয়ে তিনি এক্স হ্যান্ডেল চিঠির প্রতিলিপি পোস্টও করেছেন।

    দেখুন সাকেত গোখেলের টুইট

    কী প্রতিক্রিয়া বিজেপির?

    বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির কোনও নেতা প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তাঁদের বক্তব্য বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব মন্তব্য করবে। এটি ঠিক নাকি ভুল তা বিচার করবে নির্বাচন কমিশন।

    নির্বাচন কমিশনের নিয়মে কী রয়েছে?

    নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের প্রচারের জন্য ব্যবহার করা যাবে না সরকারি পরিবহণ, যন্ত্র বা নিরাপত্তারক্ষী। তৃণমূলের দাবি, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে মোদী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। তৃণমূলের আরও দাবি, মোদী যে আচরণবিধি খণ্ডন করেছেন সেই একই বিধি খণ্ডনের অভিযোগে ১৯৭৫ সালে শাস্তির মুখে পড়তে হয়েছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও। তৃণমূলের তরফে জানানো হয়েছে, নির্বাচনের দিনক্ষণে ঘোষণার সময় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যিনি লঙ্ঘন করেছে তাঁর বিরুদ্ধে। এদিকে ভোটের প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল।

    পাশাপাশি তৃণমূলের আরও দাবি, যদি বিজেপি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভাড়া নিয়েও থাকেও তা হলে কেন তা নেওয়া হয়েছে সেই ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে। তৃণমূলের প্রশ্ন, কেন নির্বাচনী প্রচারের জন্য একই রকম নিরাপত্তাব্য়বস্থা সমন্বিত অন্য হেলিকপ্টার ব্য়বহার করা হল না?

    Lok Sabha Election 2024 Dates : সাত দফায় লোকসভা নির্বাচন ২০২৪, শুরু থেকে শেষ এক নজরে জানুন

    সাকেত এক্স হ্য়ান্ডেলে লিখেছে, 'নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে তিনি ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছেন তিনি। নির্বাচন কমিশনের নিয়মে, প্রচারে জন্য সরকারি পরিবহণ ব্য়বহারে নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনী প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহারের জন্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেয় কিনা বা তদন্ত শুরু করে কি না সেই দিকেই নজর।'
  • Link to this news (এই সময়)