লোকসভার আগে ফের রাহুল গান্ধীর মন্তব্যের বিতর্ক। এবার 'শক্তি' মন্তব্য়কাণ্ডে বিতর্কের ঝড়। তাঁর মন্তব্যের এবার পাল্টা জবাব দিল বিজেপিও। আক্রমণ শানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্প্রতি রাহুল দাবি করেন, 'ইভিএম, ইডি, সিবিআই এবং আয়কর দফতর' ছাড়া লোকসভা নির্বাচনে জিততে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র শেষে মুম্বইয়ের শিবাজি পার্কে বিরোধীদের ইন্ডিয়া জোটের মেগা জনসভায় রাহুল দাবি করেন, 'ইভিএম-এ কারচুপি করে বিজেপি ভোটে জিতে আসছে। সেইসঙ্গে অপব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং আয়কর দফতরের মতো কেন্দ্রীয় এজেন্সির।' তিনি বলেছিলেন, 'হিন্দু ধর্মে শক্তি বলে একটি শব্দ রয়েছে। প্রশ্ন আসতেই পারে শক্তি কী? ইভিএম-এ রাজার আত্মা শায়িত রয়েছে। শুধু ইভিএম-ই নয়, দেশের প্রতিটি ক্ষেত্রে শায়িত রয়েছে রাজার আত্মা। রাজার আত্মা, ইডি, সিবিআই, আয়কর দফতর সর্বত্রই রয়েছে। এক বর্ষীয়ান কংগ্রেস নেতা যিনি সম্প্রতি দল ছেড়েছেন তিনি আমার মা সোনিয়া গান্ধীর কাছে কাঁদতে কাঁদতে বলেছেন, তাঁর শক্তির বিরুদ্ধে লড়ার মতো শক্তি নেই। তাই দল ছাড়তে হল, নয়তো জেলে যেতে হত। হাজারের বেশি মানুষদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে।' রাহুলের 'শক্তি' মন্তব্যের কড়া সমালোচনার বিজেপির
তরফে। বিজেপির অভিযোগ, এই মন্তব্যে রাহুল নারী শক্তিকে অপমান করেছেন।
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা রাহুলের মন্তব্য়ের সমালোচনা করে বলেছে, 'তাঁদের শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে এই কথাটি বলার মাধ্যমে রাহুল হিন্দু বিশ্বাসে আঘাত এনেছেন। এই মন্তব্যের রাহুলের নারী বিদ্বেষী মনোভাব ফুটে উঠেছে।' তাঁর আরও সংযোজন, 'এর আগেও কংগ্রেস নেতা উদয়নিধি স্টালিন সনাতন ধর্মকে নির্মূল করার আহ্বান জানিয়েছিলেন। ডিএমকে নেতা এ রাজা বলেছিলেন তিনি ভগবান রামের বিরুদ্ধে লড়াই করছেন। দুই ক্ষেত্রেই কোনও পদক্ষেপ করা হয়নি। INDI জোটের শরিকি দলের একাংশ সদস্য বলছে হিন্দু ধর্ম আসলে ধোকা। রামচরিতমানস হল পটাসিয়াম সায়ানাইড। কংগ্রেস দলের হিন্দু বিদ্বেষের দীর্ঘ ইতিহাস রয়েছে।'
রাহুলের 'শক্তি' মন্তব্য়ে কড়া আক্রমণ শানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর নিশানা, 'ইন্ডি জোট শক্তির বিরুদ্ধে লড়াই করছে। আমার কাছে দেশের প্রতি মা, মেয়ে, বোন প্রত্যেকে শক্তির রূপ। আমি তাদের শক্তি রূপে পুজো করি। আমি ভারত মাতার উপাসক।' কংগ্রেসকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, 'কংগ্রেসের উদ্দেশ্য শক্তির বিনাশ করা। আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। প্রাণের বাজি লড়িয়ে আমার চ্য়ালেঞ্জ, শক্তির বিনাস ঘটাতে দেব না কিছুতেই।'
রাহুলের মন্তব্যের ঘোর বিরোধিতা করেছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসও। বলেন, 'এই কারণেF কংগ্রেস দলের অবস্থা দিন দিন খারপ হচ্ছে। কারণ এই দল হিন্দু বিরোধী। ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। কংগ্রেস এই ধরনের মন্তব্য করলে কে তাদের পাশে থাকবে? নারী শক্তি হিন্দু ধর্ম, সনাতন ধর্মের অহংকার। রাহুল মন্তব্য অতি নিন্দনীয়। যে নেতা আমাদের দেব-দেবীর বিরুদ্ধে কথা বলেন তাঁকে জেলে পাঠানো উচিত।'