• Lok Sabha Election 2024: রেস্তোরাঁয় বাসন মেজে ১৮০০ মজুরি! লোকসভার আগে স্মৃতির মুখে 'স্ট্রাগল স্টোরি'
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। কয়েক বছর আগেই রাজনীতিতে তাঁর উত্থান দেখেছে দেশবাসী। অল্প সময়ের মধ্য়েই রাজনীতিতে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। কথা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। তাঁর জনপ্রিয়তা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে। এক সময় জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'কিউ কি সাস ভি কাভি বহু থি'-তে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। হিন্দি ধারাবাহিকে মাইলফলক স্মৃতি ইরানি অভিনীত 'তুলসী' চরিত্রটি। টানা আট বছর ধরে চলেছিল এই ধারাবাহিক। অভিনেত্রী থেকে রাজনীতিবিদ। তারপর ধীরে ধীরে কেন্দ্রীয় মন্ত্রী। তবে চড়াই উতরাই কম ছিল না স্মৃতির জীবনে। একদিকে জনপ্রিয়তা পেয়েছেন, অন্যদিকে জীবনে নানা অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন। জানেন কি এই সেলেব রাজনীতিকের জীবনেও রয়েছে একাধিক ঘাত-প্রতিঘাট। জীবনের বেশ খানিকটা সময় কঠিন পরিস্থিতির মধ্য়ে যেতে হয়েছে।সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি পুরনো স্মৃতিচারণা করেছেন। জানিয়েছেন, এক সময় তিনি ম্যাক ডোলাল্ডস-এ বাসন পরিষ্কার করার কাজও করেছেন। তখন তাঁর বেতন ছিল মাসে ১৮০০ টাকা। তখন কোনও ভালো চাকরি ছিল না তাঁর কাছে। আর কোনও বিকল্প পথও খোলা ছিল না। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এক সময় রাস্তায় রাস্তায় কসমেটিক্সও বিক্রি করেছেন তিনি। দিল্লির পথে পথে পথে তাঁর এই কঠিন লড়াই শুরু হয়েছিল সাত বছর বয়স থেকে।

    হঠাৎ ঘটে এক মিরাক্যাল। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিচারণা করে জানান, সেদিন একতা কাপূরের অফিসে এক জ্য়োতিষী এসেছিলেন। সেই জ্যোতিষীর নাম জনার্দন। দূর থেকে দেখেই স্মৃতিকে চিনেছিলেন তিনি। ভবিষ্যদ্বাণী করেছিলেন এই মেয়ে এক দিন অনেক দূর যাবে। স্মৃতি তখন অন্য এক চরিত্রের জন্য চুক্তি স্বাক্ষর করতে যান। স্মৃতি জানান, কারও বোনের চরিত্রে অভিনয়ের জন্য় চুক্তি সই করার কথা ছিল তাঁর। ওই চুক্তি অনুয়ায়ী দিনে ১২০০-১৩০০ টাকা আয়ের সম্ভাবনা ছিল তখন। বলেন, 'তখন আমি ম্যাকডোনাল্ড-এ চাকরি করতাম। সাফ-সাফাইয়ের কাজ করতে হত তখন। মাসে ১৮০০ টাকা বেতন ছিল তখন। আমার তখন মনে হয় দিনে ১২০০ টাকা আয় মাসে ১৮০০ টাকা আয়ের চেয়ে অনেক ভালো। কার বোনের চরিত্রে অভিনয় করতে হবে না জানতাম আমি। তবে আমার কাছে তখন বেতন পাওয়াটাই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমার তখন চাকরি ছিল না। হঠাৎই ঘটে যায় এক মিরাক্যাল। বোনের চরিত্রের চুক্তিপত্র সরিয়ে নিয়ে আমার তুলসীর চরিত্রে অভিনয়ের জন্য বলা হয়। দৈনিক বাড়িয়ে করা হয় ১৮০০ টাকা। আমার কাছে এটা নিঃসন্দেহে এক বড় অ্য়াচিভমেন্ট ছিল। সারা মাস বাসন মেজে যেখানে আমি ১৮০০ টাকা আয় করছিলাম সেখানে দৈনিক ১৮০০ টাকা পাওয়া ছিল আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। এটা ছিল আমার কাছে লটারি পাওয়ার মতো।'
  • Link to this news (এই সময়)