Electoral Bonds : 'বেছে বেছে নয়, সম্পূর্ণ তথ্য প্রকাশ করুক SBI', নির্বাচনী বন্ড মামলায় সাফ বক্তব্য সুপ্রিম কোর্টের
এই সময় | ১৮ মার্চ ২০২৪
রেখে ঢেকে নয়। সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হোক। নির্বাচনী বন্ড মামলায় SBI-কে সাফ জানাল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলা সংক্রান্ত শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, নির্বাচনী বন্ডের সমস্ত হিসেব এবং নম্বর বিস্তারিত জানাতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। বেছে বেছে নয়, প্রকাশ করতে হবে সমস্ত তথ্য। একইসঙ্গে একটি ডেডলাইনও দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে। আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে হলফনামা নিয়ে সমস্ত তথ্য জানাতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে।
এদিন শুনানির সময় সুপ্রিম কোর্ট আরও জানায়, এই মামলাটির নিষ্পত্তি করার জন্য SBI-কে নির্বাচনী বন্ডের সম্পূর্ণ হিসেব প্রকাশ করতে হবে। সমস্ত বন্ডের সংখ্যা এখনও SBI-এর কাছে রয়েছে। পাশাপাশি একটি হলফনামা প্রকাশ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জানাতে হবে, তারা সম্পূর্ণ তথ্য প্রকাশ করেছে। কোনও তথ্য কিংবা সংখ্যা অসস্পূর্ণ নেই।
SBI-এর তরফ থেকে এই মামলাটি লড়ছেন আইনজীবী হরিশ সালভে। তিনি বলেন, 'SBI সম্পূর্ণ তথ্য এবং নম্বর প্রকাশ করবে। তবে আশঙ্কা রয়েছে এর জেরে শিল্পপতি এবং ইন্ডাস্ট্রিয়াল হাউসগুলিকে টার্গেট করা হতে পারে। তাদের বিরুদ্ধে একাধিক জনস্বার্থ মামলা হতে পারে। একাধিক আইনি লড়াই হতে পারে ভবিষ্যতে। নির্বাচনী বন্ডে ডোনেশন নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে তারা। তবে এমনটা যেন না মনে করা হয়, আমরা আদালতের সঙ্গে খেলছি।'
সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'সুপ্রিম কোর্টের উচিত এই নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত ডেটা অপচয় এবং ভুল ভাবে ব্যবহার হওয়া আটকানো।' এই তথ্যগুলি নিয়ে কোর্টের বাইরে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তুষার মেহতা।
সুপ্রিম কোর্টে এদিনের শুনানি এবং সওয়াল জবাব শেষে জানায়, আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে SBI-কে একটি হলফনামা জমা করতে হবে। যেখানে তাদের কাছে থাকা নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য, সম্পূর্ণ আলফা সংখ্যা উল্লেখ করতে হবে। বেছে বেছে কিংবা রাখঢাক করে নয়। কোনও তথ্য চেপে রাখা যাবে না। এরপর নির্বাচন কমিশনকে সেই সম্পূর্ণ তথ্য আপলোড করতে হবে নিজেদের ওয়েবসাইটে।
উল্লেখ্য, নির্বাচনী বন্ডে সংগ্রহ মোট ১৬ হাজার ৫১৮ কোটি টাকার মধ্যে ৮ হাজার ২৫০ কোটি পেয়েছে BJP। তৃণমূল পেয়েছে ১ হাজার ৭১৭ কোটি।