IPS Rajeev kumar: বহু বিতর্কে চর্চিত আইপিএস রাজীব কুমার, কেন? জানুন ১০ কারণ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
Election Commission Removed IPS Rajeev Kumar From DG Post:
আইপিএস রাজীব কুমার। গত ডিসেম্বরেই তাঁকে রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি পদে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রে রে করে উঠেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরব ছিলেন বিরোধী নেতৃত্ব। কিন্তু, কর্ণপাত করেনি নবান্ন। কিন্তু শেষপর্যন্ত ভোটের মুখে অপসারিত রাজীব কুমার। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ, ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এই পোড়খাওয়া আইপিএস। আদর্শ আচরণবিধি কার্যকরের ৪৮ ঘন্টার মধ্যে এই পদক্ষেপ করেছে কমিশন। পুলিশ মহলে দুঁদে কর্তা নামেই পরিচিত আইপিএস মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ রাজীব কুমার। তবে বিতর্কিত। কেন বার বার তাঁর নাম জড়িয়ে পড়েছে বিতর্কে, জানুন…