• Rajeev kumar: ভোটের মুখে প্রথম অ্যাকশন কমিশনের, অপসারিত মমতা ঘনিষ্ঠ IPS রাজীব কুমার
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
  • Lok Sabha Election 2024:

    রাজীব কুমার অপসারণের পর রাজ্য পুলিশের ডিজি পদে যে তিনজন আইপিএসের নাম ডিজি হিসেবে উঠে আসছে তাঁরা হলেন রাজেশ কুমার, রণবীর কুমার এবং সঞ্জয় মুখোপাধ্যায়। নবান্নকে কমিশনের নির্দেশ, আজ, সোমবার বিকেল ৫টার মধ্যে রাজ্যকে তিনটি নাম পাঠাতে হবে।সেখান থেকেই একটি নাম বেছে নিতে পারে তাজীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, সিনিয়ারিটির ভিত্তিতে এই তিন জনের মধ্যে রণবীর কুমারকেই রাজ্য পুলিশের ডিজি করতে পারে কমিশন। আইপিএস রণবীর কুমার বর্তমানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিজি পদে কর্মরত।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)