• Suvendu Adhikari: ‘৮০০-এর বেশি অবৈধ নির্মাণ, ৫ হাজারের বেশি জলাশয় ভরাট’…! শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
  • খোদ গার্ডেন রিচ এলাকায় এ ধরনের ৮০০-এর বেশি অবৈধ নির্মাণ রয়েছে। বহুতল দুর্ঘটার পরই রাজ্যসরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। পাশাপাশি তিনি এও দাবি করেছেন এই এলাকা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের খাসতালুক। কীভাবে পুরসভার নজর এড়িয়ে বিশেষ করে মেয়রের নজর এড়িয়ে একের পর এক বেআইনি নির্মাণ হয়ে চলেছে সেই প্রশ্নও তুলেছেন তিনি। একই সঙ্গে বিরোধী দলনেতার অভিযোগ ক্ষমতা দখলের পর ৫হাজারের বেশি জলাশয় ভরাট করেছে শাসকদলের নেতারা।

    গার্ডেনরিচে নির্মিয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘বাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কাউন্সিলর, এমএলএ ,এমপিরা টাকা খাচ্ছে। লোকাল নেতারা টাকা খাচ্ছে। রাজ্যে নির্মীয়মান ফ্লাইওভার ভেঙে পড়ে এখন নির্মীয়মান বহুতল ভেঙে পড়ছে। এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল নেতাদেরকে, কাউন্সিলরদেরকে। কোন মতে ইট বালি দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে প্রকাণ্ড বহুতল। সেই জন্য সরকারকে সতর্ক হতে হবে। বিষয়গুলি নিয়ে তদন্ত হওয়া দরকার”।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)