গানের ময়দানে তিনি যে দুর্দান্ত স্কোরার, সেকথা আগেই প্রমাণিত হয়েছিল। অনুপম রায় এবার দেখালেন সবুজ ঘাসের মাঠেও তিনি সেরা খেলোয়াড়।
প্রসঙ্গত, গত ২রা মার্চ তিনি বিয়ে করেছেন শিল্পী প্রশ্মিতা পালকে। এসেছিলেন বহু-তারকা। এদিকে, মাস তিনেক আগে যখন তাঁর প্রাক্তন পিয়া পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন, তখনও তাঁকে নিয়ে আলোচনা হয়েছিল। শুধু তাই নয়, অনুপমকে সহানুভূতি-সহমর্মিতা জানানো হয়েছিল।