Poco x6 neo 5g: ৫৬৩ টাকাতেই ঘরে আনুন 5G স্মার্টফোন! রয়েছে ১০৮ এমপি ক্যামেরা, সেরা অফার নিয়ে হাজির POCO
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
Flipkart-এ শুরু হয়েছে POCO X6 Neo 5G-এর প্রথম বিক্রয়। মাত্র ৫৬৩ টাকার EMI-অপশনে এই স্মার্টফোন কিনতে পারবেন আপনিও। POCO-এর এই নয়া স্মার্ট ফোনে থাকছে 108MP ক্যামেরা। রয়েছে 12GB RAM
POCO X6 Neo-এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাচ্ছে। ফোনটিতে 108MP প্রধান এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে একটি 16MP ক্যামেরা রয়েছে।