• WPL Prize Money 2024: চ্যাম্পিয়ন হয়ে টাকার সাগরে RCB! কত কোটি দিল জয় শাহের বোর্ড, জেনে চমকাল ক্রিকেটবিশ্ব
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
  • Women’s Premier League 2024: কোহলিরা বছরের পর বছর যা পারেননি। সেই কাণ্ডই করে দেখিয়েছেন স্মৃতি মান্ধানা, এলসে পেরিরা। আরসিবি ক্যাম্পে ১৬ বছরের ট্রফি খরা কাটিয়ে দিয়েছেন মহিলা দল। ওমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণেই চ্যাম্পিয়ন আরসিবি। কোহলি থেকে বিজয় মালিয়া- ফ্র্যাঞ্চাইজির সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন সকলেই।

    চ্যাম্পিয়ন হয়ে আরসিবি পেল ৬ কোটি টাকা। রানার্স আপ হয়ে দিল্লির পকেটে ৩ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স লিগ পর্বে দ্বিতীয় স্থানে ফিনিশ করেছিল। দিল্লি এবং বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ছিল যথাক্রমে প্ৰথম এবং তৃতীয় স্থানে। প্লে অফে মুম্বইকে চমকে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন এলসে পেরিরা। তারপর স্বপ্নের ফাইনালে একেবারে এল ট্রফি জয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)