K Kavitha in ED custody: দিল্লি আবগারি মামলায় অভিযুক্ত ‘দক্ষিণী গ্রুপ’, কেসিআরের মেয়ে কীভাবে তাতে জড়িয়ে পড়লেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
Telangana MLC was arrested in the Delhi excise policy case:
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) বিনাই কুমার সাক্সেনা, তাঁর রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিলেন। তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল মণীশ সিসোদিয়াকে। সিবিআই এফআইআরে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। গত মার্চে ইডি আদালতকে জানিয়েছিল যে, এই অপরাধের পরিমাণ ২৯২ কোটি টাকা। এই টাকাটা স্বল্প মূল্যে পাইকারি হারে মদ বিক্রির লাইসেন্স পাওয়ার জেরে আম আদমি পার্টি ব্যবসায়ীদের থেকে ফেরত পেয়েছিল। যার মধ্যে ‘সাউথ গ্রুপ’ বা দক্ষিণ ভারতের ব্যবসায়ীরাই আম আদমি পার্টিকে ১০০ কোটি টাকা দিয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করেছে ইডি। সেই ‘সাউথ গ্রুপ’-এর অংশ হিসেবেই কে কবিতাকে এবার গ্রেফতার করলেন ইডির কর্তারা। এই ‘সাউথ গ্রুপ’-এর অন্যান্যরা হলেন অঙ্গোলের সাংসদ মাগুনতা শ্রীনিবাসুলু রেড্ডির ছেলে রাঘব মাগুনতা, হায়দরাবাদের অরবিন্দ ফার্মার কর্তা পি শরৎচন্দ্র রেড্ডি।