• China on Arunachal Pradesh: মোদীর সফরের পর অরুনাচলে টানটান উত্তেজনা, চিনের বিস্ফোরক দাবি, কী জবাব ভারতের?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
  • প্রধানমন্ত্রী মোদীর সফরের পর থেকে অরুনাচলে উত্তেজনা, চিনের বিস্ফোরক দাবি ঘিরে তুঙ্গে চর্চা। অরুণাচল প্রদেশকে তাদের অবিচ্ছেদ্য অংশ বলে ফের দাবি করল চিন।

    ভারত বলেছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী মোদী ৯ মার্চ অরুণাচল প্রদেশে গিয়েছিলেন এবং সেখানে তিনি ৮২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেলা টানেলের উদ্বোধন করেছিলেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই টানেলের মাধ্যমে সারা বছরই এলএসিতে যান চলাচল অব্যাহত থাকবে। এটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় নির্মিত কৃত্রিম টানেল।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)