• বাসের সঙ্গে ধাক্কা ট্যাঙ্কারের, মৃত ২১
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২১ জনের, আহত অন্তত ৩৮। ঘটনাস্থল আফগানিস্তানের কান্দাহার এবং হেরাতের মধ্যবর্তী সড়ক। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা? জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাসের সঙ্গে প্রথমে ধাক্কা হয় একটি মোটরবাইকের। বাইকে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে বলে খবর ওই দেশ সূত্রে। বাইকের সঙ্গে ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস। তার পরেই ওই যাত্রী বোঝাই বাসের ধাক্কা হয় বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে। বাসের যাত্রীরা হেরাত থেকে কাবুল যাচ্ছিলেন। আর ওই তেলের ট্যাঙ্কার কান্দাহার থেকে হেরাতের দিকে যাচ্ছিল। হেলমান্দের গ্রিসকের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে রবিবার। দুর্ঘটনায় বাইকের দুই আরোহী ছাড়াও ট্যাঙ্কারের তিন জন এবং ১৬ জন বাস আরোহীর মৃত্যু হয়। বারবার সে দেশের ভয়াবহ পথ দুর্ঘটনার ছবি সামনে এসেছে। এর কারণ হিসেবে রাস্তার খারাপ অবস্থা এবং চালকদের সচেতনতার অভাবকেই দায়ী করা হয়।
  • Link to this news (আজকাল)