• মালগাড়ির সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত যাত্রীবাহী এক্সপ্রেস
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে ফের ফিরল রেল দুর্ঘটনার আতঙ্ক। রবিবার মধ্যরাতে লাইনচ্যুত এক্সপ্রেস। রাতের অন্ধকারে ধাক্কা মারল মালবাহী ট্রেনকে। এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের আজমের মাদার স্টেশনের কাছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, সবরমতী থেকে আগ্রার উদ্দেশে যাচ্ছিল সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস। রবিবার রাত ১টা নাগাদ আজমের মাদার স্টেশনে পৌঁছনোর আগেই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, উল্টো দিক থেকে আসা মালবাহী একটি ট্রেনের সঙ্গে এক্সপ্রেসের ধাক্কা হয়, তাতে এক্সপ্রেসের চারটি কামরা এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীরা জানিয়েছেন, তাঁরা ঘুমের মধ্যেই আচমকা চিৎকার শুনতে পান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ঘটনাস্থলে হাজির হন রেলের আধিকারিকরা। দুর্ঘটনার কারণে ওই লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন, কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)