• রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন...
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার দুপুর ৩টে থেকে গোটা দেশে চালু হয়েছে আদর্শ আচরণবিধি। সোমবার এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বলা হয়েছে, তাঁকে এমন কোনো দায়িত্ব দেওয়া যাবে না যার সঙ্গে নির্বাচন জড়িত থাকে। নির্বাচন কমিশনের তরফে আরও বলা হয়েছে, বিকেল পাঁচটার মধ্যে ডিজি এবং আইজি পদের জন্য রাজ্য সরকারের তরফে তিনটি নাম পাঠাতে হবে কমিশনকে। সূত্রের খবর, রাজেশ কুমার, সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার এই তিনজনের নাম পাঠিয়েছে রাজ্য। উল্লেখ্য, গত ডিসেম্বরে মনোজ মালব্যের জায়গায় ডিজি পদে আসেন রাজীব কুমার। তিন মাসের মধ্যেই দায়িত্ব থেকে সরানো হল তাঁকে। শুধু তাই নয় সরানো হয়েছে দেশের ছয় রাজ্যের স্বরাষ্ট্রসচবিকেও। এই ছয় রাজ্য হল গুজরাট, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশকে।
  • Link to this news (আজকাল)