• গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৬ ...
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গার্ডেনরিচে দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। ঝুপড়ির ওপর নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬। সোমবার বেলা সাড়ে ২টো পর্যন্ত ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন ৪ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। মৃতেরা হলেন, আকবর আলি (৩৪), রিজুয়ান আলম (২২), মহম্মদ ওয়াসির (১৯), হাসিনা খাতুন (৫৫), সামা বেগম (৪৪), মহম্মদ ইমরান। পুলিশ সূত্রে খবর, স্থানীয় হাসপাতালে এখনও ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি ৩ জন। আজ সকালে গার্ডেনরিচের স্থানীয় হাসপাতালে ২ মহিলা প্রাণ হারান। পরে এসএসকেএম হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর কিছুক্ষণ পর ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করে এসএসকেএমে আনা হয়। সেখানে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয় হাসপাতালে ভর্তি আহতরা স্থিতিশীল আছেন বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গার্ডেনরিচে দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। বহুতলটি বেআইনিভাবে তৈরি তা আগেই জানিয়েছেন মেয়র এবং মুখ্যমন্ত্রী। ঘটনায় এখনও পর্যন্ত একজন প্রোমোটারকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (আজকাল)