• বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর ...
    আজকাল | ১৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গার্ডেনরিচে ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলটি বেআইনিভাবে তৈরি। মেয়র ফিরহাদ হাকিমের পর সোমবার সকালে তা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মাথায় চোট নিয়েই সকালে গার্ডেনরিচে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। গাড়ি থেকে নেমে হেঁটেই ঘুরে দেখেন এলাকা। এরপর সোজা পৌঁছে যান হাসপাতালে। যেখানে আহতরা চিকিৎসাধীন। গার্ডেনরিচের ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, "বছরের পর বছর বহুতলগুলি তৈরি হয়েছে। নির্মাণের সময় আশেপাশের গরিব মানুষদের কথা ভাবা উচিত। আমি শুনলাম, প্রশাসনের অনুমতি নিয়ে এই বহুতলটি তৈরি করা হয়নি। বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। যাঁদের বাড়ি ভেঙে পড়েছে, তাঁদের বাড়ি তৈরি করে দেওয়া হবে।" ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে যান মমতা। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আহতরা বর্তমানে স্থিতিশীল রয়েছেন। গার্ডেনরিচে ঝুপড়িতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন ২ জন। আহত হয়েছেন ১৫ জন। এখনও চাপা পড়ে আছেন ৭ জন। এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। একজন প্রোমোটারকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (আজকাল)