• গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে মৃত বেড়ে ৬, গ্রেফতার প্রোমোটার; 'রাজনীতি পরে হবে', বলছেন অভিষেক
    আজ তক | ১৮ মার্চ ২০২৪
  • গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় এক প্রোমোটারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ ওয়াসিম। তার বিরুদ্ধে গার্ডেনরিচ থানার পুলিশ ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য KMC অ্যাক্টে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। ওই প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এই বেআইনি নির্মাণের সঙ্গে আরও কে কে জড়িত আছে তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। 

    এদিকে এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। কেন এখানে বাড়ি তৈরি করতে দেওয়া হচ্ছিল, কারা প্ল্যান পাশ করেছে, কার নির্দেশে বাড়ি তৈরি হচ্ছিল এই সব প্রশ্ন তুলেছে বিজেপি। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। এই বিষয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'যে ঘটনা ঘটেছে তা বেদনার। তবে এটা নিয়ে এখনই রাজনীতি কাম্য নয়। আগে যেভাবে উদ্ধারকার্য চলছে তা সম্পন্ন হোক। তারপর এটা নিয়ে যাঁরা রাজনীতি করতে চাইছেন, তাঁরা করুন।' 

    স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই এলাকায় পুকুর ছিল। সেই পুকুর বুজিয়ে এই বহুতল নির্মাণের কাজ চলছিল। কে বা কারা পুকুর ভরাটের অনুমতি দিল, এসব খতিয়ে দেখবেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে খবর, এই ভবনটির দোতলা পর্যন্ত অনুমোদন ছিল। দোতলার সমান করেই ভিত ও কলাম তৈরি করা হয়েছিল। কিন্তু বাস্তবে আরও চারটি তলা নির্মাণ করছিল প্রোমোটার। সেই কারণেই এই নির্মিয়মাণ বাড়ি ভেঙে পড়ে বলে অনুমান। 

    সোমবার সকালেই মেয়র ফিরহাদ হাকিম এলাকায় যান। তিনি মেনে নেন, বেআইনি নির্মাণ হচ্ছিল। তিনি জানান, ২ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬ জন মারা গিয়েছেন। আহতরা এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে বলে খবর। ফিরহাদ জানান, মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে।

    ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি গার্ডেনরিচের সেই ঘটনাস্থলে যান। তারপর হাসপাতালে দেখে আসেন আহতদের। তিনি বলেন, 'প্রোমোটারদের একাংশ বেআইনিভাবে বাড়ি তৈরি করেন। তার আগে ভাবা দরকার, আশপাশে যাঁরা আছেন, তাঁদের যাতে ক্ষতি না হয়। আমি শুনলাম, প্রশাসনের অনুমতি নিয়ে এই বহুতলটি তৈরি করা হয়নি। এখন রমজান মাস চলছে। সকলে উপোস করে থাকেন। তা-ও সারা রাত এলাকার মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।  শোকস্তব্ধ পরিবারের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। যাঁরা বেআইনি কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। পরিবারের পাশে সরকার দাঁড়াবে। যাঁদের বাড়ি ভেঙেছে, তৈরি করে দিতে বলব।' 

     
  • Link to this news (আজ তক)