• ‘ম্যায় হুঁ না’ বলে প্রচ্ছন্ন হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মার্চ ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি– নির্বাচন কমিশন দিনক্ষণ প্রকাশ করেছে ভোটের৷ ফলে প্রস্তুত হচ্ছে ভোটযুদ্ধের ময়দান৷ শুরু হয়েছে নির্বাচনী প্রচার থেকে একে ওপরকে আক্রমণ৷ এবার প্রচারমঞ্চ থেকে কেন্দ্রীয় বাহিনীকে প্রছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেসের মালদা উত্তর কেন্দ্রের প্রার্থী তথা সদ্য প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ ?ম্যায় হুঁ না? বলে প্রছন্ন হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের৷
    এক্ষেত্রে উল্লেখ্য, দিনকয়েক আগেই মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন মালতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি৷ এবার প্রসূন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, ?এত বিএসএফ- আধা সামরিক বাহিনী সকলকে একটাই কথা বলছি, আপনি আইনের মধ্যে থাকুন৷ আমরাও আইনের মধ্যে আছি৷ নির্বাচন শান্তিপূর্ণ হোক৷ অবাধ নির্বাচন হোক৷ আধাসামরিক বাহিনী যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়?ম্যায় হুঁ না৷?
    এখানেই শেষ নয়, তিনি আরো বলেন ?বাহিনীকে সম্মান ততক্ষণ দেবেন, যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে৷ আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না৷ না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে৷ সেই প্রতিবাদটা আমার ওপর ছেডে় দিন৷ রাস্তায় নামব৷ অবরুদ্ধ হয়ে যাক সবকিছু৷ ভারত দেখবে ভোট কাকে বলে৷ ভারত দেখবে উত্তর মালদায় ভোট হচ্ছে৷? তবে তাঁর বক্তব্যে আমল দেয়নি গেরুয়া শিবির৷
    রাজ্যে ভোট শুরু হচ্ছে ১৯শে এপ্রিল থেকে৷ তার আগেই জেলায় জেলায় হিংসার প্রতিফলন প্রত্যক্ষ করা যাচ্ছে৷ ?মারের পাল্টা মার? এই নীতিতেই দাঁড়িয়ে আছে প্রত্যেক রাজনৈতিক দল৷ এক টুকরো জমি ছাড়তে রাজি নয় কেউই৷ এ পরিস্থিতিতে ভোটযুদ্ধের ময়দানে যে মারাত্মক লড়াই হতে চলেছে তার আঁচ পাচ্ছেন বাংলার মানুষ৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)