আবগারির পর জল দুর্নীতির মামলা! ফের ইডিকে এড়াচ্ছেন কেজরিওয়াল
২৪ ঘন্টা | ১৮ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবগারি মামলার পর এবার দিল্লির জল বোর্ড মামলাতেও ইডির সমন এড়াচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার কেজরিওয়ালকে তলব করা হয়েছে দিল্লি জল বোর্ডের মামলায়। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, দলীয় সুপ্রিমো ইডির নোটিসে সাড়া দিচ্ছেন না। সোমবার তাঁকে তলব করা হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী।
আবগারির মতো দিল্লি জল বোর্ডে অনিয়মের মামলাতেও উপরাজ্যপালের নির্দেশে প্রথমে সিবিআই, পরে ইডি তদন্তে নামে। শনিবার বিকেলে জোড়া মামলায় কেজরিকে সমন পাঠিয়েছিল ইডি। আবগারি দুর্নীতি ও দিল্লি জল বোর্ডের দুর্নীতি- দুই ক্ষেত্রেই আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। তবে এদিন হাজিরা এড়িয়ে গেলেন আপ সুপ্রিমো। অভিযোগ ঘুষের বিনিময়ে বরাত পাইয়ে দেওয়া হয়েছে বেশ কিছু কোম্পানিকে। সিবিআই জল বোর্ডের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে। এরপরই কেজরিওয়ালের এক প্রাক্তন ব্যক্তিগত সহায়ককেও জিজ্ঞাসাবাদ করে তারা। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার ইডির তলব এড়ান কেজরি। দিল্লি আবগারি নীতি পরিবর্তন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ বার নোটিশ পাঠালেও ইডি-র সামনে হাজির হননি কেজরিওয়াল। প্রতি ক্ষেত্রেই তিনি ইডির সমন এড়িয়ে গিয়েছেন। এনিয়ে ইডি দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ দায়ের করে।
Link to this news (২৪ ঘন্টা)