ভোট ঘোষণা হতেই রাজীব কুমারকে সরাল কমিশন, ডিজি পদে সম্ভাব্য ৩ নাম কারা'
২৪ ঘন্টা | ১৮ মার্চ ২০২৪
রাজীব চক্রবর্তী ও সুতপা সেন: ডিজি রাজীব কুমারকে সরাল নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হতেই রাজ্য পুলিসের ডিজিকে সরিয়ে দিল কমিশন। শনিবার ভোটের বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। ঘোষণা হয় ভোটের দিনক্ষণ। সেই ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই কড়া অ্যাকশনে কমিশন। শুধু সরানোই নয়, গোটা নির্বাচনী প্রক্রিয়ায় কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না রাজীব কুমার। পরবর্তী ডিজি নিয়োগের জন্য রাজ্যের কাছে ৩ নাম চেয়ে পাঠিয়েছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে এদিন দুপুরে বৈঠকে বসে কমিশন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিসের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানোর কথা জানিয়েছে কমিশন। ৩ দফা নির্দেশে কমিশন জানিয়েছে যে, রাজীব কুমারকে নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এমন কোনও পদে অবিলম্বে পাঠাতে হবে। নতুন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত, রাজীব কুমারের পরবর্তী সিনিয়র অফিসার তাঁর চার্জ পাবেন । রাজীব কুমারের পরবর্তী নতুন ডিজি নিয়োগের জন্য আজ বিকেল ৫টার মধ্যে সম্ভাব্য ৩ যোগ্য অফিসারের নাম কমিশনে পাঠাতে হবে। পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার। এই মুহূর্তে তাঁর চেয়ে এক ব্যাচ সিনিয়র অফিসার রয়েছেন বিবেক সোহায়। তাই আপাতত বিবেক সোহায়কে রাজ্য পুলিসের ডিজিপি পদের চার্জ বুঝিয়ে দেবেন রাজীব কুমার। এর পাশাপাশি, নির্দেশ অনুযায়ী ৩ জন সিনিয়র মোস্ট অফিসারের নাম কমিশনে পাঠানো হবে। জানা গিয়েছে, তার মধ্যে রয়েছে ১৯ ৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সোহায়, ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় এবং ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার দেবাশিষ রায়ের নাম। এই ৩ অফিসারের ট্র্যাক রেকর্ড, আগের রেকর্ড, আইবি রেকর্ড খতিয়ে দেখে পরবর্তী ডিজির নাম চূড়ান্ত করবে কমিশন। প্রসঙ্গত, ভোটের মুখে এভাবে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিসের ডিজি বদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। বিরোধীরা বার বার পুলিস প্রশাসনের দিকে পক্ষপাতদুষ্টতার অভিযোগে সরব হয়েছে। মমতার সঙ্গে রাজীব কুমারের 'ঘনিষ্ঠতা'ও সুবিদিত। রাজ্য পুলিসের ডিজিকে সরিয়ে কমিশন কড়া বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, আইপিএস রাজীব কুমার একসময়ে কলকাতা পুলিসের কমিশনার ছিলেন। সেইসময়ও ভোটের আগে তাঁকে একবার পদ থেকে সরানো হয়েছিল। সারদা দুর্নীতিকাণ্ডে তাঁকে ধরতে তাঁর বাসভবনেও যায় সিবিআই! গত ডিসেম্বরে রাজ্য পুলিসের ডিজি পদ থেকে মনোজ মালব্যর অবসরের পর রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজির পদে নিয়োগ করা হয়েছিল। ৩ মাসের মাথাতেই ফের অপসারণ! পশ্চিমবঙ্গের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানোর পাশাপাশি, ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও সরিয়েছে নির্বাচন কমিশন। যার মধ্যে রয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। একইসঙ্গে মিজোরাম ও হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারিকেও সরানো হয়েছে।