• Vivek Sahay IPS : মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা থেকে গুরুত্বপূর্ণ নানা পদ সামলানোয় দক্ষ, নতুন DGP বিবেক সহায়কে চেনেন তো?
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • নির্বাচনের মুখেই সরিয়ে দেওয়া হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন বিবেক সহায়। নির্বাচন চলাকালীন রাজ্যের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তার দায়িত্বে থাকবেন তিনি। কে এই বিবেক সহায়, দেখে নেওয়া যাক।১৯৮৮ সালের আইপিএস ব্যাচের অফিসার বিবেক সহায়। পুলিশের একাধিক উচ্চ পদে কর্মরত ছিলেন তিনি। রাজ্য পুলিশের ডিজি হওয়ার আগে তিনি ডিজি (হোমগার্ড) পদে ছিলেন। এর আগে রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিিজের হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন বিবেক। রাজ্যের ডিজিপি (প্রভিশনাল) পদেও কাজের অভিজ্ঞতা আছে তাঁর।

    নতুন ডিজি নিয়োগের বিজ্ঞপ্তি

    উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক সহায়। গত বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিবেক সহায়। নির্বাচন চলাকালীন তাঁকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। যদিও, পরে নির্বাচন মিটে যাওয়ার পর তাঁকে ফের ফেরত আনেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    গত ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস ভবনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। যা নিয়ে শোরগোল পরে যায় গোটা রাজ্যে। সেই সময় ডিরেক্টর অব সিকিউরিটি পদে ছিলেন বিবেক সহায়। মুখ্যমন্ত্রী বাড়িতে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে কী করে কোনও ব্যক্তি ঢুকে পড়েছিল, সেই নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় তাঁকে ডিরেক্টর অব সিকিউরিটি থেকে সরিয়ে ডিজিপি (প্রভিশনাল) পদে পাঠানো হয়।

    রাজ্যের কাছে তিনজনের নাম চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে আইপিএস বিবেক সহায় ছাড়া, রাজ্যের তরফে বিবেক সহায়ের সঙ্গেই সঞ্জয় মুখোপাধ্যায় ও রণবীর কুমারের নাম পাঠানো হয়েছিল। এর মধ্যে থেকে বিবেক সহায়ের নাম নতুন ডিজি হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের দায়িত্ব বিবেক সহায়কে দেওয়ার পাশাপশিরাজীব কুমারকে দেওয়া হল তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিকস দফতরের অতিরিক্ত মুখ্য সচিব করে পাঠানো হয়েছে। সোমবার দুপুরেই রাজীব কুমারকে অপসারণের কথা জানানো হয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই নতুন ডিজি নাম ঘোষণা করে দেওয়া হয়। কমিশন সূত্রে খবর, এদিন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি পদের পাশাপাশিগুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকেও বদলির ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মিজোরাম এবং হিমাচল প্রদেশের প্রশাসনিক বিভাগের সচিবকেও বদলির করার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়।
  • Link to this news (এই সময়)