• Abhishek Banerjee : ‘৪৮ ঘণ্টা পর রাজনীতি করুন’, গার্ডেনরিচ দুর্ঘটনা নিয়ে বিরোধীদের জবাব অভিষেকের
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • গার্ডেনরিচের দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে এখনই রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য তাঁর। এমনকি, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিল্লি থেকে বসে বড় বড় ভাষণ না দিয়ে উদ্ধারকার্যে প্রশাসনের পাশে দাঁড়ানো উচিত।’গার্ডেনরিচে দুর্ঘটনার পর এদিন সকালেই ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণ হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের ব্যাপারে জানিয়েছেন তিনি। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার থাকবে এবং আর্থিক সাহায্য করবে বলেও জানান তিনি।

    বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই অংশে যথেচ্ছ বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভায় দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ওখানে পৌঁছেছেন, যা নির্দেশিকা দেওয়ার তা দিয়েছেন।

    গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃতদের পরিবার পিছু ৫ লাখ ক্ষতিপূরণের ঘোষণা

    যে ঘটনা ওখানে ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী দল যারা অভিযোগ তোলা শুরু করেছে আমি তাঁদের অনুরোধ করবো রাজনীতিটা দুদিন পরে করলেও হবে।

    তাঁর কথায়, ‘এখন উদ্ধার কাজে দলমত নির্বিশেষ, যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি, মানুষের প্রানের থেকে গুরুত্বপূর্ণ এই সমাজে আর কিছু নয়। আমি তাই অনুরোধ করব রাজনীতি ৪৮ ঘণ্টা পরেও হবে।’ প্রশাসনের সকল স্তরের মানুষকে একযোগে এখন উদ্ধার কার্যে নজর দেওয়া উচিত বলেই জানান তিনি। আজকের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সর্বস্তরের জনপ্রতিনিধি পুরসভা প্রশাসন এবং কোর্ট এই তিনটে প্রতিষ্ঠানের সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত তাঁর।

    এর মাঝেই বিরোধী দলনেতাকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘যারা বিরোধীরা আঙুল তুলছেন আমি বলব ৪৮ ঘন্টা পরে তুলুন। মানুষের পাশে এসে দাঁড়ান। সবার উপরে মানুষ ধর্ম। দিল্লি থেকে বসে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে, উদ্ধার কার্য প্রশাসনের মদত করুন। তারপর মানুষ প্রাণে বাঁচলে রাজনীতি হবে।’
  • Link to this news (এই সময়)