• ভোট ঘোষণার পরেই বড় সিদ্ধান্ত, ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরাল কমিশন
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে এই প্রথম রাজ্যে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। কয়েক মাস আগেই রাজীব কুমারকে রাজ্যে পুলিশের ডিজি পদে আনা হয়। তারপর বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। গত শনিবারই দেশে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশন যে বদ্ধপরিকর তা সেইদিনই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর এবার রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরান হল রাজীব কুমারকে। সূত্রের খবর, বিকেল ৫টার মধ্যে পরবর্তী ডিজি হিসেবে ৩ জনের নাম পাঠাতে হবে কমিশনের কাছে। সেক্ষেত্রে প্রশাসন সূত্রে, খবর নতুন ডিজি হওযার দৌড়ে ৩ জনের নাম উঠে আসছে।

    নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্তপ্রশাসন সূত্রে খবর, সোমবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দেয় জাতীয় নির্বাচন কমিশন। সেখানে জানান হয়, রাজ্য পুলিশের ডিজির পদ থেকে অবিলম্বে সরিয়ে দিতে হবে রাজীব কুমারকে। এমনকী নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে তাঁকে রাখা যাবে না বলেও উল্লেখ করা হয় ওই চিঠিতে। এক্ষেত্রে নতুন ডিজি নিয়োগের আগে পর্যন্ত ওই দায়িত্ব সামলাবেন রাজীবের ঠিক নীচের পদে থাকা অফিসার। ডিজি পদে নতুন অফিসারকে নিয়োগের জন্য সোমবার বিকেল ৫টার মধ্যে রাজ্যকে তিনটি নাম পাঠাতে বলেছে কমিশন।

    অতীতে রাজীব কুমারের বিরুদ্ধে উঠেছে অভিযোগপ্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর রাজ্য পুলিশের ডিজি হিসাবে নিয়োগ করা হয় ১৯৮৯ ব্যাচের IPS অফিসার রাজীব কুমারকে। মনোজ মালব্যের জায়গায় ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রাজীব৷ তার আগে একটা সময় কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারের দায়িত্বও পালন করেছেন তিনি। অতীতে এই আইপিএস অফিসারের বিরুদ্ধে সারদাকাণ্ডের তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। এমনকী সিবিআইয়ের জেরার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। এর আগের ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় রাজীবকে তদানীন্তন পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর ২০১৯ সালের লোকসভা ভোটের সময়েও রাজীবকে ডেপুটেশনে দিল্লি পাঠিয়ে দেয় কমিশন

    উল্লেখ্য ভোট ঘোষণার পরেই সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনও পুলিশ কর্মীর ছুটি মঞ্জুর করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিও।
  • Link to this news (এই সময়)