• Space Travel : ৪ কোটি খসালেই স্ট্যাটিস্ফিয়ারে লাঞ্চ
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • এই সময়: সফরটা ছ'ঘণ্টার। যাত্রী ছ'জন। সফরের মধ্যে খাওয়া-দাওয়ার আয়োজন। টিকিট পাবেন আপনি। টিকিট কাটতে হবে। দাম ৫ লক্ষ ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় হিসেব করলে দেখুন। পড়ছে ৪ কোটি ১৪ লক্ষ টাকার কিছু বেশি। তা, ক্যাভিয়ের, ফুয়াগ্রা খেলেও এত দাম পড়ে নাকি? দূর মশাই! দামটা শুধু খাবারের, সেটা আপনাকে কে বলল? দামি খাবার নিশ্চয়ই থাকবে। বেশ দামি দামি খাবার। তবে কোথায় খাবেন, কী ভাবে খাবেন, দামটা সে জন্যই।খাবেন মহাকাশে না-হলেও মহাশূন্যে ভাসতে ভাসতে। স্ট্র্যাটোস্ফেয়ারে। সমুদ্রপৃষ্ঠ থেকে এক লক্ষ ফুট উঁচুতে। স্পেসক্র্যাফ্‌টের মধ্যে। সেখান থেকে পৃথিবীর অর্ধবৃত্তাকার অংশের উপর সূর্যোদয় দেখতে দেখতে রসনাতৃপ্তির সুযোগ। থাকবে ওয়াইফাই-ও। যাতে সেই সময়ে লাইভস্ট্রিমিং করা যায় পরিবার, বন্ধুবান্ধব বা অন্য পরিচিতদের সঙ্গে। সব মিলিয়ে, মহার্ঘ ভোজ-ই বটে!

    স্পেস বা মহাশূন্যে বিলাসবহুল সফরের ব্যবস্থা করা 'স্পেস ভিআইপি' নামে একটি সংস্থা ওই সফরের কথা ঘোষণা করেছে। তারা নিয়োগ করেছে এক জন ড্যানিশ শেফকে। যাঁকে নেওয়া হয়েছে মিচেলিন বা মিশোলাঁ স্টার পাওয়া একটি রেস্তরাঁ থেকে। রন্ধনশিল্পে উৎকর্ষের সর্বোচ্চ স্বীকৃতি বা শেষ কথা বলে ধরা হয় মিশোলাঁ বা মিচেলিন স্টার প্রাপ্তিকে।

    ওই সফরের কথা ঘোষণার ২৪ ঘণ্টাও হয়নি, তার মধ্যেই বহু লোক যেতে আগ্রহ দেখিয়েছেন, সে জন্য তাঁরা কোথায় সাইন আপ করবেন, জানতে চেয়েছেন সে কথা। স্পেসক্র্যাফ্‌টে করে ওই হাই-টেক মহাশূন্য সফর কিন্তু হবে পরের বছর। কোপেনহেগেনের 'অ্যালকেমিস্ট' রেস্তরাঁর হেড শেফ, ৩২ বছরের র‍্যাসমুস মুঙ্ক জানিয়েছেন, স্পেস-এ যাওয়া ওই ছ'জনের জন্য মেনু এখনও তিনি চূড়ান্ত কিছু করেননি, তবে ওই ভ্রমণের মতো খাবার-দাবারও হবে অনন্য। ২০২৩-এর দুনিয়ার সেরা ৫০টি রেস্তরাঁ-গাইডে ড্যানিশ রেস্তরাঁ অ্যালকেমিস্ট জায়গা করে নিয়েছে ৫ নম্বরে। ছ'জন যাত্রীর সঙ্গে ওই স্পেসক্র্যাফ্‌টে থাকবেন শেফ মুঙ্ক-ও।

    তিনি বলছেন, 'আমরা বুঝতে পারছি, সফরের খরচ অত্যন্ত বেশি। তবে মাথায় রাখতে হবে, স্পেস-এ পৌঁছে সেখানে রসনা বিলাসের এমন অভিজ্ঞতা এ-ই প্রথম বার হতে চলেছে। পরে এ রকম সফর বেশ কয়েক বার হলে খরচও কমবে।' স্পেস ভিআইপি-র তরফে জানানো হয়েছে, স্পেসক্র্যাফ্‌টে ওই সফরের জন্য বিশেষ কোনও সরঞ্জাম, প্রশিক্ষণ কিছুরই প্রয়োজন নেই। টেস্ট ফ্লাইট শুরু হবে এপ্রিলে।ন
  • Link to this news (এই সময়)