চোখের রেটিনার গম্ভীর সমস্যায় ভুগছেন রাজ্যসভার আপ সাংসদ রাঘব চাড্ডা। রেটিনাল ডিটাচমেন্ট অর্থাৎ রেটিনার বিচ্ছিন্নতার মতো জটিল রোগে আক্রান্ত আপ নেতা রাঘব চাড্ডা। রেটিনার বিচ্ছিন্না রোধ করতে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসককেরা। ব্রিটেন তথা যুক্তরাজ্যে ভিট্রেক্টমি হবে রাঘবের। শনিবার দলীয় সূত্রে এমনটাই জানানো হয়েছে।
কিন্তু কি এই রেটিনাল ডিটাচমেন্ট?
চক্ষু বিশেষজ্ঞদের মতে, এই রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনর বিচ্ছিন্নতা চোখের একটি অত্যন্ত গুরুতর সমস্যা। এই রোগে চোখের পেছনের সূক্ষ্ম টিস্যু তার নিজস্ব স্বাভাবিক অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে রেটিনায় রক্ত সঞ্চালন ঠিকভাবে হয় না। এই অবস্থায় দীর্ঘক্ষণ রেটিনা বিচ্ছিন্ন থাকলে রোগী সারা জীবনের মতো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন।চিকিৎসকদের মতে, সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না হলে, রোগের শুরুতে চোখের সামনে অন্ধকার দেখা দেয় এবং পরবর্তীকালে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমতে থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে রোগীর চোখে ভাসমান ভাব বেশি দেখা যায়। আসলে, এমন পরিস্থিতিতে, আকাশের দিকে তাকালে কিছু পরিসংখ্যান ভেসে উঠতে দেখা যায়, একে ফ্লোটার বলে।
প্রথম প্রথম ভাসমান পরিসংখ্যান দেখতে দেখতে পেলেও ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার দেখা দিতে শুরু করবে এবং তারপরে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে যাবে।
প্রশ্ন উঠছে কি করণে হয় এই রেটিনার সমস্যা?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রেটিনাল বিচ্ছিন্নতার সমস্যা বেশি দেখা যায়। কারণ, বয়স বাড়ার সাথে সাথে চোখের মধ্যে থাকা তরল, যাকে ভিট্রিয়াস জেল বলা হয়, কমতে শুরু করে এবং এর আকার পরিবর্তন হলে রেটিনা ছিঁড়ে যেতে পারে। এছাড়াও, যদি চোখের চারপাশে কোনও ধরণের আঘাত লাগে তাহলেও চোখের এমন জটিল সমস্যা হতে পারে।
শুধু তাই নয়, যাদের ছানি অপারেশন করা হয়েছে তাদেরও এই সমস্যা হতে পারে। এছাড়াও, যাদের কাছাকাছি দৃষ্টি দুর্বল তাদের রেটিনা বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বেশি থাকে। একই সময়ে, পরিবারের কোনো সদস্যের যদি রেটিনাল বিচ্ছিন্নতার সমস্যা থাকে, সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে বলে দাবি চিকিৎসকদের।
অপরিবর্তনীয় এই ক্ষতি অবলম্বে অস্ত্রোপচারের পরামর্শ আপ নেতাকে দেন চিকিৎসকরা। সূত্রের খবর, আপ সাংসদকে একজন সিনিয়র বিশেষজ্ঞের তত্ত্বাবধানে যুক্তরাজ্যে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়।