• Rahul Gandhi : 'কাঁদতে কাঁদতে মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন!' দলবদলু কংগ্রেস নেতাকে নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • সদ্য ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। দিন ঘোষণার অপেক্ষাতেই ছিল রাজনৈতিক দলগুলি। দিন ঘোষণা হতেই তৎপরতা তুঙ্গে রাজনৈতিক দলগুলির। হাতে আর মাত্র ১ মাস সময়। তাই জোরকদমে প্রচারে ব্যাস্ত রাজনৈতিক দলগুলি। এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর।রবিবার মুম্বইতে এসে শেষ হয় ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধী ছাড়াও এই পদযাত্রায় অংশ নেন মল্লিকার্জুন খাড়্গে। ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢর, আরজেডি নেতা তেজস্বী যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা স্ট্যালিন, ছিলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। ছিলেন মেহবুবা মুফতির মতো তাবড় নেতারা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেন ইন্ডিয়া জোটের সদস্যরাও।

    রবিবার এই পদযাত্রা শেষ হতেই মঞ্চে উঠে বোমা ফাটান রাহুল। নাম না করে এক বর্ষীয়ান নেতার দলবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন ‘আমি নাম বলবো না, কিন্তু এ রাজ্যের এক বর্ষীয়ান নেতা কংগ্রেস ছেড়েছেন। ওই নেতা কাঁদতে কাঁদতে আমার মার কাছে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, সনিয়াজি আমি খুব লজ্জিত হয়ে বলছি, এদের সঙ্গে লড়াইয়ের কোনও ক্ষমতা আমার নেই। আমি জেলে যেতে চাই না’।

    এদিন পদযাত্রা শেষে মঞ্চে উঠে রাহুল বলেন, ‘আমরা কোনও ব্যক্তি বা দলের বিরুদ্ধে লড়ছি না। আমরা শক্তির বিরুদ্ধে লড়ছি।’ শুধু তাই নয়, এদিন বিজেপিকে ওয়াশিং মেশিন বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বিজেপিতে যোগ দিলেই সব অপরাধ মাফ হয়ে যায়। তিনি আরও বলেন, তদন্তকারী সংস্থাগুলোর ভয় দেখিয়ে বিরোধী দলগুলিতে ভাঙন ধরানো হচ্ছে। রাহুলের বিস্ফোরক দাবির বিরুদ্ধে পালটা সরব হয়েছেন বর্ষীয়ান নেতা অশোক চৌহ্বান।

    একটি ভিডিও বার্তায় তিনি বলেন, 'তিনি যদি আমার সম্পর্কে এমন কথা বলেন, তবে তা অযৌক্তিক এবং ভিত্তিহীন। সত্যি হল যে আমি কংগ্রেস থেকে পদত্যাগ না করা পর্যন্ত আমি পার্টির সদর দফতরে কাজ করছিলাম। আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলাম এবং কিছু পরে, পার্টি থেকেও। তখন পর্যন্ত কেউ জানত না আমি পদত্যাগ করেছি, আমি কখনই সোনিয়া গান্ধীর সাথে দেখা করিনি। এটা ভিত্তিহীন। আমি সোনিয়া গান্ধীর সাথে দেখা করেছি এবং আমার আবেগ প্রকাশ করেছি। এটি নির্বাচনের দৃষ্টিকোণ থেকে একটি রাজনৈতিক বক্তব্য', ভিডিও বার্তায় পালটা দাবি চৌহ্বানের।
  • Link to this news (এই সময়)