Delhi AIIMS: জোড়া কিডনি প্রতিস্থাপনের পর সুস্থ রোগী
এই সময় | ১৮ মার্চ ২০২৪
এই সময়: ডায়ালিসিস চলা এক রোগিনীর শরীরে দু'টি কিডনি প্রতিস্থাপন করে নজির গড়ল দিল্লি এইমস। ৫১ বছরের রোগিনীর সফল অপারেশনটি হয়েছে গত ২২ ডিসেম্বর। এই চ্যালেঞ্জিং অস্ত্রোপচারের পিছনে ছিল এইমসের ডিপার্টমেন্ট অফ সার্জিক্যাল ডিসিপ্লিন, ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি এবং অর্গ্যান রিট্রিভাল ব্যাঙ্কিং অর্গানাইজেশন (ওআরবিও)। হাসপাতালের অ্যাডিশনাল প্রফেসর অফ সার্জারি ডক্টর আসুরি কৃষ্ণা জানান, অপারেশনের পর দীর্ঘ নজরদারিতে রাখা হয়েছিল পেশেন্টকে। এখন তিনি ভালো আছেন, প্রতিস্থাপিত কিডনি দু'টিও স্বাভাবিক ভাবে কাজ করছে।ডক্টর কৃষ্ণা জানান, কিডনি ডোনার ৭৮ বছরের এক মহিলা। পড়ে গিয়ে মাথায় গভীর ক্ষত নিয়ে গত ১৯ ডিসেম্বর এইমস ট্রমা সেন্টারে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তাঁকে 'ব্রেন ডেড' বলে ঘোষণা করা হয়। তাঁর পরিবার অঙ্গদানে সম্মতি দেয়। অন্যদিকে, গ্রহীতার দু'টি কিডনিই অকেজো হয়ে গিয়েছিল, ফলে ডায়ালিসিস চলছিল তাঁর। অপারেশন চলাকালীন গ্রহীতার অকেজো কিডনি দু'টি রেখেই হেটেরোট্রপিক পদ্ধতিতে নতুন কিডনি দু'টি প্রতিস্থাপন করা হয়েছে। ফলে, গ্রহীতার শরীরে এখন চারটি কিডনি।
ডক্টর কৃষ্ণার বক্তব্য, 'পেশেন্ট ভালো আছেন। হেমোডায়ালিসিস চলছে তাঁর এবং নতুন কিডনি দু'টো স্বাভাবিক ভাবে কাজ করছে। তবে এ ধরনের রোগিনীকে কড়া পর্যবেক্ষণে রাখতে হয়। এখনও পর্যন্ত তিনি ভালো আছেন।' কিন্তু দাতার দু'টি কিডনিই এক জনের শরীরে প্রতিস্থাপন করা হলো কেন?
ডক্টর কৃষ্ণা জানান, ডোনারের বয়স ৭৮ বছর। তাঁর কিডনি দু'টি কমজোর ছিল বলেই একটি কিডনি গ্রহীতার জন্য যথেষ্ট ছিল না। তাই জোড়া কিডনিই দিয়ে দেওয়া হয় একজন মাত্র গ্রহীতাকে। চিকিৎসকের কথায়, 'দু'টি কিডনিই গ্রহীতার শরীরের ডান দিকে প্রতিস্থাপন করা হয়েছে। এটাই মেজর চ্যালেঞ্জ ছিল। একটির উপর আর একটিকে রাখা হয়েছে। সার্জারির পর থেকে এখনও পর্যন্ত দু'টি কিডনিই ভালো কাজ করছে। ভারতে অঙ্গ প্রতিস্থাপনের চাহিদা এবং জোগানের মধ্যে ফারাক বিপুল। এ ধরনের সফল সার্জারি বুঝিয়ে দেয়, বয়স্ক ডোনারদের অঙ্গ ব্যবহার করেও এই চাহিদার কিছুটা পূরণ করা সম্ভব।'