ঘাটাল লোকসভা কেন্দ্রে ফের একবার তৃণমূলের টিকিটে লড়ছেন অভিনেতা তথা বিদায়ী সাংসদ দীপক অধিকারী (দেব)। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় নির্বাচনী প্রচার সারেন তিনি। মঞ্চ থেকে সরাসরি দেব বলেন, 'এক টাকাও এখান দিয়ে নিয়ে যায়নি, বরং আমি আমার টাকা থেকে খরচ করে মানুষের ভালো করা চেষ্টা করেছি।' নির্বাচনের প্রচার মঞ্চে দেবের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।মঞ্চে দেব আরও বলেন, 'ভেবেছিলাম এবারে ভোটে দাঁড়াব না, কিন্তু দিদির কথায়, দিদির প্রস্তাবে আবারও দাঁড়াতে রাজি হলাম। প্রতিবছর ঘাটাল বন্যায় ডুবে যায়। দিদি আমাকে কথা দিয়েছে ঘাটালের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের কাজ রাজ্য সরকার করবে। তাই ঘাটালবাসীর কথা ভেবে আবারও ভোটে দাঁড়ালাম।' দেব আরও বলেন, 'অনেকে বলছে দেব এটা করছে, ওটা করছে, তবে আমি বলতে চাই, সবসময় আপনাদের পাশে থেকেছি। অন্যান্যরা যে ভাবে রাজনীতি করেন, আমি সে ভাবে করি না, আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের ভালো করা, আপদে বিপদে মানুষের পাশে থাকা।' এদিন দেবের সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো।
ভেবেছিলাম এবারে ভোটে দাঁড়াব না, কিন্তু দিদির কথায়, দিদির প্রস্তাবে আবারও দাঁড়াতে রাজি হলাম।দেব
এদিকে মেদিনীপুর কেন্দ্রে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। আর এবার প্রতিবেশী জেলা পূর্বমেদিনীপুরের এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে ও মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া। পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে মাজারে চাদর চড়ান জুন। পরে কর্মীসমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পদযাত্রা করে পৌঁছন এগরা হট্টনাগর মন্দিরে। সেখানে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে সমনে পেয়ে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে দেখে সেলফি তুলতেও ভিড় জমান সাধারণ মানুষ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া বলেন, 'আমি এগরা থেকে প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করলাম। বিভিন্ন যায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি। এবার ঠাকুরের আশীর্বাদ নিলাম। এতো ভালোবাসা যখন পাচ্ছি, এতো আন্তরিকতা যখন পাচ্ছি, তাই বাবার কাছে এই পার্থনা করে গেলাম, বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে। প্রচারের শুরুতেই হাসিখুশি মেজাজে সাধারণ মানুষের সঙ্গে একেবারে মিলেমিশে যান জুন। কথা বলেন মানুষের সঙ্গে। এক বৃদ্ধাকে জড়িয়ে ধরতেও দেখা যায় তৃণমূল প্রার্থীকে। পর্দার অভিনেত্রী তথা প্রার্থীকে এত কাছ থেকে পেয়ে ও তাঁর সঙ্গে কথা বলতে পেরে ভীষণ খুশি এলাকার সাধারণ মানুষ।