• Sealdah Train Time : শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন লেট, সোমেও দিনভর ভোগান্তি! কী বললেন যাত্রীরা?
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • সোমবার থেকেই শিয়ালদা মেন এবং শিয়ালদা বনগাঁ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল। সকাল থেকে নিয়মমতো ট্রেন চলাচল করলেও বেলা বাড়তেই দেখা গেল একটার পর একটা ট্রেন দেরিতে চলছে। চূড়ান্ত ভোগান্তি পোয়াতে হল যাত্রীদের। সপ্তাহের শুরুর দিনেই নাজেহাল যাত্রীরা।সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার থেকে রেল পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা থাকলেও বাস্তবে ট্রেন ধরতে এসে সকাল থেকে যাত্রীরা হয়রানি শিকার। সকাল থেকে ট্রেন চললে সেই ট্রেনে সময়সূচি কোনও মিল পাওয়া যায়নি। সকালের দিকে ট্রেনে সঠিক সময়ের থেকে ১৫-২০ মিনিট দেরিতে চললেও বেলা যত বেড়েছে সেই সময়সূচি আধ ঘণ্টা থেকে একঘণ্টা পর্যন্ত দেরিতে চলেছে।

    কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তারও কোন সঠিক তথ্য নেই যাত্রীদের কাছে। রেল সূত্রে খবর, দুদিন ধরে দমদমে ইন্টারলকিং এর কাজ চলেছে,আজ সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে।কিছুটা সময় দেরিতে চলছে, তবে দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। বিকাল ৫ টার পরও বনগাঁ লাইনের বিভিন্ন স্টেশনে আসা ট্রেনে খোঁজ নিলাম আমরা।

    যাত্রীরা জানালেন, সকালে যে পরিমাণ লেট হচ্ছিল ট্রেন, সেই লেট বাড়তে বাড়তে দিনেই শেষ লগ্নে এসে দু'ঘণ্টাও লেট হয়েছে কোন কোন ট্রেনের।ট্রেন এসে পৌঁছনোর পর থেকে গন্তব্যে যাওয়া পর্যন্ত ট্রেন মাঝেমধ্যেই প্লাটফর্মগুলিতে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকছে, বিশেষ করে দমদম ঢোকার আগেতো যাত্রীরা বিরক্ত হচ্ছে ভির ট্রেনে দাঁড়িয়ে থেকে।সকাল থেকে যেভাবে ট্রেন চলছে,তাতে দিন শেষে গড়ে ট্রেন প্রায় ১ ঘণ্টা লেট চলছে, অনেকে আবার ডিরেক্ট ট্রেনের জন্য অপেক্ষা না করে যা পাচ্ছে সেই ট্রেনে উঠেই কিছুটা পথ এগিয়ে নিয়ে অপেক্ষায় থাকছে তার গন্তব্যে যাওয়ার ট্রেনের জন্য।সকালে যেমন অফিস যাত্রীদেত ভোগান্তির শিকার হতে হয়েছে।

    বনগাঁ শাখায় এক যাত্রীর কথায়, ‘আমি অপেক্ষা করে প্রায় এক ঘন্টা পর ট্রেন পেয়েছি। কর্মস্থলে যেতে অনেকটাই অসুবিধায় পড়তে হয়েছে।’ অশোকনগর স্টেশনে এক যাত্রী বলেন, ‘আমি ৩টে ২৫ নাগাদ শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম। এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা। প্রায় দুই ঘণ্টা সময় লাগল অশোকনগর যেতে। বলেছিল, সোমবার থেকে পরিষেবা স্বাভাবিক হবে। কোথায় হল?’
  • Link to this news (এই সময়)