• Solar Eclipse 2024 : সূর্য গ্রহণের সময় আকাশে জ্বলন্ত গ্রহ! মহাজাগতিক ঘটনার অপেক্ষায় জ্যোতির্বিজ্ঞানীরা
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • ২০২৪ সালের ৪ এপ্রিল হতে চলেছে বছরের প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ অনেক ক্ষেত্রেই বিরল। এই মহা জাগতিক ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সূর্যগ্রহণ দেখা যাবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মেক্সিকোতে। এই গ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি কোটি মানুষ।এই গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরো ঢেকে দেবে ফলে পৃথিবী দিনের বেলা কয়েক মিনিটের জন্য অন্ধকারে ঢেকে যাবে। একই সঙ্গে আরও একটি অন্যরকম বিরল দৃশ্যও দেখা যাবে। কোটি কোটি মানুষ কোনও দূরবীন ছাড়াই সরাসারি সৌরজগতের অনেক গ্রহ দেখতে পাবেন। যা সাধারণ সময়ে কখনই দেখা যায় না।

    সেন্ট লরেন্স ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী আইলিন ও ডোনাগু জানিয়েছেন যে সৌরজগতের দুটি গ্রহ সাধারণ মানুষ সরাসরি দেখতে পাবেন। এই গ্রহগুলি হল বৃহস্পতি এবং শুক্র। জ্যোতির্বিজ্ঞানী আইলিনের মতে, সূর্যগ্রহণের সময় দুটি গ্রহই সিরিয়াস নক্ষত্রের থেকে উজ্জ্বল হবে। যা মানুষের কাছে সবচেয়ে উ্জ্বল দেখাবে।

    কীভাবে সূর্যগ্রহণের সময় এই ঘটনাগুলি ঘটবে?

    অ্যালিন বলেছেন, যে সূর্যগ্রহণের সময় শুক্র গ্রহটি উজ্জ্বল সূর্যর নীচে ১৫ ডিগ্রি কোণে থাকবে। শুক্রটি আরও উজ্জ্বল দেখাবে কারণ এটি পৃথিবীর কাছাকাছি এবং অত্যন্ত ঘন, তাপ-ফাঁদে ফেলা মেঘে ঢাকা। এই মেঘগুলি বেশিরভাগ সূর্যালোককে মহাশূণ্যে প্রতিফলিত করে। তার ফলে এটিকে খুব উজ্জ্বল দেখায়।

    অন্যদিকে, বৃহস্পতি পৃথিবীর থেকে ১১ গুণ বড় গ্যাসের একটি বিশাল আকৃতির বলও স্পষ্টভাবে দৃশ্যমন হতে চলেছে। গ্রহণের সময়, বৃহস্পতি সূর্যের প্রায় ৩০ ডিগ্রি ওপরে এবং বাঁদিকে থাকবে। শুক্র এবং বৃহস্পতি ছাড়াও আরও বেশকিছু গ্রহ দেখতে পাওয়া যাবে। দেখা পাওয়া যাবে শনি এবং মঙ্গল গ্রহেরও। দেখা যাবে ধুমকেতুও।

    সূর্য গ্রহণের এই ঘটনা প্রায় ৭.৫ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। যা নিশ্চিতভাবেই স্বাভাবিকের চেয়ে অনেকটাই দীর্ঘ সময়কাল। এর আগে ২০১৭ সালে এই ধরণের ঘটনা ঘটেছিল। তবে ২০২৪ সালের সূর্যগ্রহণের সময়কাল এবং দৃশ্যমানতা দু ক্ষেত্রেই ২০১৭ সালকে অতিক্রম করবে বলে জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে খালি চোখে এই গ্রহণ দেখা বিপজ্জনক বলেও দাবি করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

    গ্রহণের সময় সৌর দেখার চশমা পরে তবেই গ্রহণ দেখার পরামর্শ সাধারণ মানুষকে দিচ্ছেন তাঁরা। গোটা ইভেন্টটি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে অত্যন্ত শিক্ষামূলক একটি সুযোগ।
  • Link to this news (এই সময়)