• Holi Weather : হোলির আগেই নাভিশ্বাস গরম! ৩৩ ডিগ্রি ছোঁবে তাপমাত্রার পারদ
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • দিল্লি সহ গোটা উত্তর ভারতে ক্রমশ গরম বাড়ছে গরম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহে ক্রমশ চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আগামী ২৩ মার্চের মধ্যে ধীরে ধীরে তা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। হোলির আগেই নাভিশ্বাস গরমের আশঙ্কাচলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?দিল্লিতে ইতিমধ্যেই গরম বাড়তে শুরু করেছে। আগামী এক সপ্তাহে জ্বালাপোড়া গরমের অনুভূতি হবে রাজধানীবাসীর। রবিবার সকালটা যদিও মেঘলা ছিল আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা আচমকাই পাঁচ ডিগ্রি কমে গিয়েছিল এদিন। তবে সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি ঊর্ধ্বে ছিল। রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারই সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বাকি সপ্তাহ জুড়ে তা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে অনুমান।

    বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে?মৌসম বিভাগের পূর্বাভাস মোতাবেক, ১৯ মার্চ দিল্লির তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আগামী এক সপ্তাহ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৩ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এর মাঝে না তো ঝোড়ো হাওয়া বইবার কোনও সম্ভাবনা রয়েছে আর না বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস দিয়েছে IMD।
  • Link to this news (এই সময়)